শনিবার, ২২ মার্চ ২০২৫

শুক্রবার চট্টগ্রামে রোটারির কমিউনিটি ইকোনমিক ডেভেলপ্মেন্ট সেমিনার

নিজস্ব প্রতিবেদক *

রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশের উদ্যোগে কমিউনিটি  ইকোনমিক ডেভেলপমেন্ট সেমিনার শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যারাতে  হোটেল পেনিনসুলায় অনুষ্ঠিত হবে। সেমিনারের আয়োজক রোটারি ক্লাব অব চট্টগ্রাম হারবার। সেমিনারের উদ্বোধন করবেন ডিস্ট্রিক্ট গভর্নর প্রকৌশলী মো.মতিউর রহমান। স্বাগত বক্তব্য রাখবেন প্রোগ্রাম চেয়ারম্যান সিপি রোটারিয়ান মো.নঈম উদ্দিন পিএইচএফ। এছাড়া বক্তব্য রাখবেন পিডিজি এম এ আউয়াল, পিডিজি প্রকৌশলী আবদুল আহাদ ও ডিস্ট্রিক্ট সেক্রেটারি মোহাম্মদ আকবর হোসেন ।bsrm

অন্যদিকে বিজনেজ সেশনে সুনির্দিষ্ট বিষয়ের ওপর বক্তৃতা করবেন পিপি রোটারিয়ান ডা. ওয়াজির আহমেদ, পিপি রোটারিয়ান ডা. ইমরান বিন ইউনুস, ডিস্ট্রিক্ট ফার্স্টলেডি পিপি রোটারিয়ান শামিনা ইসলাম, পিপি রোটারিয়ান ওয়াহেদুজ্জামান চৌধুরী ও পিপি রোটারিয়ান ফেরদৌস আরা বেগম।

বিজয় দিবসে রোটারির মুক্তিযোদ্ধা সংবর্ধনা

প্রতিবছরের মতো এবারও রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশের উদ্যোগে জাতির সূর্যসন্তান বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে। ১৬ ডিসেম্বর সন্ধ্যায় আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সেমিনার কক্ষে অনুষ্ঠেয় এ মহান বিজয় দিবস উদযাপন ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক রোটারি ক্লাব অব ইসলামাবাদ। প্রোগ্রাম চেয়ারম্যান পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুণ পিএইচএফ অনুষ্ঠানে উপস্থিত থাকতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছেন।ads din

সর্বশেষ

এই বিভাগের আরও