মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

প্রতিমা বিসর্জনে সর্বস্তরের মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক

দুর্গাপূজার দিনগুলো যেন নিমষেই পুরিয়ে গেছে । আজ ছিলো বিজয়া দশমী । চট্টগ্রামসহ সারাদেশের মণ্ডপে মণ্ডপে বেজেছে বিদায়ের সুর। ট্রাকে ট্রাকে করে সৈকত পাড়ে নেয়া হয়েছে প্রতিমা। আর সমুদ্রে দেবী দুর্গাকে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে পূজার আনুষ্ঠানিকতা।

রবিবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকেই চট্টগ্রাম নগরের চারটি পয়েন্টে শুরু হয় প্রতিমা বিসর্জন।bsrm

তেল-সিঁদুর পরিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাতে ট্রাকে করে প্রতিমা নিয়ে সাগরপাড়ে ছুটে গেছেন ভক্ত-অনুরাগীরা। সকাল থেকেই ধীরে ধীরে ভিড় বাড়তে থাকে সমুদ্র সৈকতে। হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীর মানুষও প্রতিমা বিসর্জন দেখতে ভিড় করতে থাকে সৈকত পাড়ে।

এর আগে তিথির কারণে শনিবার একই দিনে মহানবমী ও বিজয়া দশমীর পূজা অনুষ্ঠিত হয়। সকাল ৬টা ১২ মিনিটের মধ্যে প্রথমে মহানবমীর কল্পারম্ভ ও বিহিত পূজা হয়। ওই পূজা শেষেই দশমীর লগ্ন হওয়ায় সকাল ৮টা ২৬ মিনিটের মধ্যে করা হয় বিজয়া দশমী বিহিত পূজা ও দেবীর দর্পণ বিসর্জন। তবে শনিবার নবমীর দিন হওয়ায় আজ প্রতিমা বিসর্জন দেয়া হচ্ছে।

ads din

পতেঙ্গা সমুদ্র সৈকতে ছাড়াও পাথরঘাটা গঙ্গাবাড়ি এলাকায় কর্ণফুলীতে, কালুরঘাট এলাকায় ও কাট্টলী রানী রাসমনি ঘাটে প্রতিমা বিসর্জন দেয়ার সুযোগ রয়েছে। এছাড়া আনোয়ারার পারকি সমুদ্র সৈকত সহ চট্টগ্রাম জেলা বিভিন্ন উপজেলায় নদী বা দিঘিতে বিসর্জন দেয়া হয় প্রতিমা।

শনিবার বিকেলে নগরের বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখা গেছে, ভক্তরা দেবী দুর্গা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেন। পরে এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে ঘুরে দুর্গা দেবীর প্রতিমা দর্শন করে ভক্তরা মা দুর্গার কাছে প্রার্থনা করেন। তবে বিসর্জনের ক্ষণ এগিয়ে আসায় ভক্তদের মনে ছিল বিদায়ের সুর।

উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সন্ধ্যা সাতটার মধ্যে প্রতিমা বিসর্জন কার্যক্রম শেষ করার নির্দেশনা দেয়া হয়েছে। পূজার আনুষ্ঠানিকতা না থাকায় আজ সন্ধ্যা ৬ টার মধ্যে প্রতিমা বিসর্জন দেয়ার অনুরোধ করছেন মহানগর পূজা উদযাপন পরিষদ।

 

সর্বশেষ

এই বিভাগের আরও