শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

মানবিক সাহায্যের আবেদন

ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন

ইলেকট্রিক ইঞ্জিনিয়ার  আলতাফ হোসেন এর দু’টি কিডনী নষ্ট হয়ে গেছে। ডাক্তারের পরামর্শ মোতাবেক কিডনী ট্রান্সপ্লান্ট বাবদ  প্রয়োজন প্রায় ১৫/১৬ লাখ টাকা ।

মাত্র ৩৫বছর বয়সী আলতাফ চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলাধীন ২নম্বর বারৈয়াঢালা   ইউনিয়নের  দক্ষিণ কলাবাড়িয়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের পুত্র।bsrm

এ পর্যন্ত চিকিৎসার খরচ চালাতে  হয়ে গেছেন তিনি সর্বস্বান্ত।  দুই সন্তানের জনক  আলতাফ এর পক্ষে  এ টাকা যোগাড় করা  কোনোভাবেই সম্ভব নয়।  এমতাবস্থায়  আলতাফ   সহৃদয়বান  ব্যক্তিদের  নিকট  থেকে সাহায্যের আবেদন জানাচ্ছেন।

নিবেদক-  আলতাফ হোসেন, বিকাশ নম্বর ০১৬৩১৫০৭১৮০,  হিসাব নম্বর ৪১০৯১৮১২৫৪৩০০  এ বি ব্যাংক, সীতাকুণ্ড শাখা।      বিজ্ঞপ্তি

ads din

সর্বশেষ

ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত

এই বিভাগের আরও