বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

সাউদার্ন ইউনিভার্সিটি ফটিকছড়ি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি

সাউদার্ন ইউনিভার্সিটি ফটিকছড়ি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এর উদ্যোগে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।bsrm

ফুল গাছের চারা রোপণ করে কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান।

এসময় উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, অধ্যাপক আশুতোষ নাথ, পরীক্ষা নিয়ন্ত্রক বিজয় শংকর বড়ুয়া, প্রক্টর এসকে হাবিব উল্লাহ, আইন বিভাগের শিক্ষক মো. ইয়াছিন, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক শিমুল দাশ, ক্রীড়া কর্মকতার্ সাইফুল্লাহ চৌধুরী ও বিভিন্ন বিভাগের শিক্ষক, সংগঠনের সভাপতি মাহফুজুল হক, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান বলেন, মানুষের অস্তিত্ব রক্ষা ও সুস্থ থাকার জন্য বনায়ন অপরিহার্য। সবুজায়ন, জীব বৈচিত্র্য রক্ষা ও অকৃত্রিম খাদ্য উৎপাদনের জন্য তিনি সকলের প্রতি বৃক্ষরোপণের আহ্বান জানান। পাশাপাশি গাছের যত্ন ও পরিচর্যার উপরও উপাচার্য গুরুত্বারোপ করেন।ads din

সর্বশেষ

এই বিভাগের আরও