মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ চট্টগ্রামে, টিয়ারশেল নিক্ষেপ, পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক *

আহত পুলিশ সদস্য মোহাম্মদ মোশাররফ হোসাইন

চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর এক পর্যায়ে শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে নগরের কোতোয়ালি থানার চেরাগী পাহাড় মোড়ে সংঘর্ষ শুরু হয়।bsrm

এদিন দুপুর ৩টার দিকে নগরের জামালখান প্রেস ক্লাব এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালনের কথা ছিল শিক্ষার্থীদের। সে লক্ষ্যে জড়ো হলেও পুলিশের বাধা ও আটকের সেখান থেকে সরে যায় শিক্ষার্থীরা। এ সময় তিনজনকে আটক করে পুলিশ। আটকদের মধ্যে একজন চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

পরে দুপুর সাড়ে ৩টার দিকে প্রেস ক্লাব থেকে কয়েকশ গজ দূরে চেরাগী পাহাড় মোড়ে জড়ো হয় শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় সেখানে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

এদিকে দুপুর ৩টার দিকে নগরের কাজীর দেউরি এলাকায়ও বিক্ষোভকারীরা জড়ো হওয়ার চেষ্টা করে। পরে সেখানে সেনাবাহিনী ও পুলিশ অবস্থান নেয়।ads din

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কাজী তারেক আজিজ গণমাধ্যমকে বলেন, এমনিতে সভা-সমাবেশ করলে পুলিশের কাছ থেকে অনুমতি নিতে হয়। কিন্তু তারা পুলিশ থেকে কোনো অনুমতি নেয়নি। এছাড়া, কারফিউ চলাকালে শিথিল থাকলেও কোনো সভা-সমাবেশ করা যায় না। কেউ যদি আইন ভঙ্গ করে কর্মসূচি পালন করে পুলিশ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে আইনিভাবে বিষয়টি মোকাবিলা করবে।

চেরাগি মোড়ে পুলিশ সদস্য আহত

চট্টগ্রামে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি ছত্রভঙ্গ করতে ছোঁড়া সাউন্ড গ্রেনেডে আহত হয়েছেন এক পুলিশ সদস্য। তাকে উদ্ধার করে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে পুলিশ বলছে, দুর্বৃত্তদের ছোঁড়া ককটেলেই আহত হয়েছেন ওই পুলিশ।

সোমবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে চেরাগি মোড়ের কদম মোবারক শাহী জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য হলেন মোহাম্মদ মোশাররফ হোসাইন। নগরের কোতোয়ালী থানার উপ-পরিদর্শক পদে কর্মরত তিনি।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, আন্দোলনকারীরা বিকেল ৪টার দিকে কদমমোবারক মসজিদের সামনের সড়কে বসে বিক্ষোভ করছিলেন। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুঁড়ে। ওই সময় সাউন্ড গ্রেনেডের আঘাতে একজন পুলিশ সদস্য আহত হন।

তবে নগর পুলিশের উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বলেন, ‘সাউন্ড গ্রেনেডে পুলিশ সদস্য আহত হওয়ার বিষয়টি সত্য নয়। টেরিবাজার-আন্দরকিল্লার দিক থেকে আসা কিছু দুর্বৃত্ত শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলে থাকা ওই পুলিশ সদস্য আহত হন।’

এদিকে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আমিনুল ইসলাম  বলেন, ‘আহত পুলিশ সদস্যকে প্রথমে বেসরকারি ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শেভরন ডায়াগনস্টিকের একজন চক্ষু বিশেষজ্ঞকে দেখিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হতে পারে।’

সর্বশেষ

এই বিভাগের আরও