শনিবার, ১৪ জুন ২০২৫

রোটারি ক্লাব চিটাগাং ইম্পেরিয়ালের প্রথম পাক্ষিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক *

ক্তব্য রাখছেন প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর পিপি ইঞ্জিনিয়ার মতিউর রহমান

রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের ২০২৪-২০২৫ রোটাবর্ষের প্রথম পাক্ষিক সভা গত ৬ জুলাই সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ওমর ফারুক। এতে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর পিপি ইঞ্জিনিয়ার মতিউর রহমান, পাস্ট ডিস্ট্রিক্ট সেক্রেটারি সিপি মোহাম্মদ শাহজাহান, রোটারিয়ান পিপি প্রফেসর  ডা.মোহাম্মদ আকবর হোছাইন ভূঁইয়া, পিপি  রোটারিয়ান শাহাদৎ হোসেন। ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়াম মো. নজরুল ইসলাম নান্টু, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান উজ্জ্বল কান্তি বড়ুয়া, ক্লাব ট্রেজারার রোটারিয়ান রফিকুল ইসলাম মানিক,রোটারিয়ান পিপি অ্যাডভোকেট এরসাদুর সাদুর রহমান রিটু , পিপি রোটারিয়ান মাসুদুর রহমান মজুমদার , রোটারিয়ান পিপি রকি উদ্দিন রিপন,রোটারিয়ান জসিম উদ্দিন,রোটারিয়াম সাহাবুদ্দিনসহ অন্যান্য সদস্যবৃন্দ।bsrm

সাবেক গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে রোটারিয়ানর পকেটের টাকা দিয়ে সার্ভিস প্রোজেক্ট করে। রোটারি ক্লাব অব চিটাগাং তার ব্যতিক্রম নয়। গতবছর ২৭টি সার্ভিস প্রোজেক্ট সম্পন্ন করে তার মধ্যে ২০২৩-২০২৪ রোটাবর্ষ জুলাই মাসে ১০ হাজার গাছের চারা বিতরণ ও রোপণের কর্মসূচি পালন করে। রোটারির পাবলিক ইমেজ বৃদ্ধির জন্য একটা সেমিনারের আয়োজন করে। এ অনুষ্ঠানে স্থানীয় এবং জাতীয় পর্যায়ের টিভি চ্যানেল ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সম্মাননা প্রদান করে। আনোয়ারায় গুচ্ছগ্রামে মেঘা হেলথ্ ক্যাম্পের আয়োজন করে।এ ক্লাবের অনেক ডায়নমিক লিডার রয়েছে যারা নিজেরা নিজেদের মতো করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে নিরলস কাজ করে যাচ্ছে ।

এরপর ক্লাবের নিয়মিত পাক্ষিক সভা ও চলতি বছরের ক্লাবের প্রথম সার্ভিস প্রোজেক্ট আগামী ২৭ জুলাই ২০২৪ গ্ৰামীণ কল্যাণ জোবরা শাখায় মাদার এন্ড চাইল্ড কেয়ার মাস উপলক্ষে হেলথ ক্যাম্পে ও বৃক্ষরোপণ কর্মসূচি করার পরিকল্পনা হাতে নিয়েছে। আজকের ক্লাব মিটিং এ সার্ভিস প্রজেক্ট প্রথম উপস্থিত রোটারিয়ান সিপি মোহাম্মদ নজরুল ইসলাম নান্টু পুরস্কার ও রাফেল ড্র  পিপি মোহাম্মদ শাহাদৎ হোসেন পুরস্কৃত হন। উপস্থিতি সকল সদস্যদের ফেলোশিপ ডিনারের মাধ্যমে সভা মুলতবি ঘোষণা করেন ।

ads din

সর্বশেষ

এই বিভাগের আরও