শনিবার, ২২ মার্চ ২০২৫

ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়াটা অত্যন্ত জরুরী- নদভী

নিজস্ব প্রতিবেদক *

প্রধান অতিথির বক্তব্য করছেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ব্যবসা প্রশাসন বিভাগের এমবিএ ও এমবিএম প্রোগ্রামের অটাম’২৩ ও স্প্রিং’২৪ সেশনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম  অনুষ্ঠিত হয়েছে।bsrm

রবিবার (০২ জুন) নগরীর হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন  আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। প্রধান অতিথির বক্তব্যে তিনি  বলেন, আইআইইউসির একটি অন্যতম বিভাগ হচ্ছে এই ব্যবসা প্রশাসন বিভাগ। আইআইইউসি ব্যবসা প্রশাসন বিভাগ থেকে পাশ করা শিক্ষার্থীরা দেশে বিদেশে ভালো করছে, বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করছে। আমি নতুনদের উদ্দেশ্য করে বলতে চাই, তোমাদেরকে গবেষণার করতে হবে; ভালো পড়ালেখার জন্য গবেষণার বিকল্প নেই। ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়াটা অত্যন্ত জরুরী। আমি নবীন সকল শিক্ষার্থীদের সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আইআইইউসি ব্যবসা প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. নেজামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসি উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, জীবনে বড় হতে হলে পরিশ্রম করতে হবে। পরিশ্রমই তোমাদের জীবনের লক্ষ্যে তোমাদেরকে পৌছে দেবে। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহার এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রাকিবুর রহমান (টুটুল)। সম্মানিত অতিথি তার বক্তব্যে বলেন, ভালো মানুষ ও ভালো উদ্যোক্তা হতে হলে জীবনের চলার পথে কমিটমেন্ট রক্ষা করাটা অত্যন্ত জরুরী। যা একজন মানুষকে ক্ষুদ্র থেকে বৃহৎ গন্তব্যের দিকে এগিয়ে যাওয়ার নিয়ামক হিসেবে কাজ করে। আমি উপস্থিত শিক্ষার্থীদের জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

সম্মানিত অতিথি মো. রাকিবুর রহমানকে আইআইইউসির পক্ষ থেকে শিল্পোদ্যোক্তা পুরষ্কারে ভূষিত করে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। ওরিয়েন্টেশন প্রোগ্রামে অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজ সদস্য ও ফিনেন্স কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী, আইআইইউসি উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মওলা, আইআইইউসির ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মো. মাহি উদ্দিন, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডীন প্রফেসর ড. আক্তারুজ্জামান খান, রেজিস্ট্রার আ ফ ম আখতারুজ্জামান কায়সার। ওরিয়েন্টেশন প্রোগ্রামে স্বাগত বক্তব্য রাখেন এমবিএ এমবিএম প্রোগ্রামের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক মো. জুনাইদ কবির । ওরিয়েন্টেশন প্রোগ্রামে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আইআইইউসির সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. জাহিদ হোসেন সিকদার, সেন্টার ফর রিসার্চ এন্ড পাবলিকেশনের ডিরেক্টর জেনারেল প্রফেসর ড. নাজমুল হক নদভী, একাউন্টস এন্ড ফিনেন্স ডিভিশনের ডিরেক্টর প্রফেসর আফজাল আহমেদ। বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ এম শাহাবুদ্দিন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতিতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে বরণ করে নেয়া হয়।

ads din

সর্বশেষ

এই বিভাগের আরও