নিজস্ব প্রতিবেদক *

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে আজ বুধবার দুপুরে নগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালত নগরীর ডবলমুরিং থানার ধনিয়ালা পাড়া এলাকায় ডিটি রোডের ফুটপাত ও রাস্তার উপর অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল স্তুপ করে জনদুর্ভোগ সৃষ্টি করার অপরাধে ৮ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ফুটপাত ও রাস্তা জনচলাচলের জন্য উম্মুক্ত করে দেয়া হয় ।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।
