শনিবার, ২২ মার্চ ২০২৫

চসিকের ভ্রাম্যমাণ আদালতঃ রাস্তায় গাড়ি পার্কিং করায় দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক *

চসিক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরীন ফেরদৌসী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনিষা মহাজন স্টেশন রোডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরীন ফেরদৌসী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনিষা মহাজন আজ সোমবার (২৯ এপ্রিল) দুপুরে যৌথভাবে নগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।bsrm

ভ্রাম্যমাণ আদালত নগরীর স্টেশন রোড, নিউ মার্কেট, জুবলী রোড এবং তিন পুলের মাথা পর্যন্ত নালা ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা ও দোকান উচ্ছেদ করেন।

এ সময় স্টেশন রোডস্থ হোটেল গোল্ডেন ইন ও এশিয়ান এস আর এর গাড়ি সিটি কর্পোরেশনের রাস্তায় পার্কিং করার অপরাধে প্রতিষ্ঠান দুটিকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন। অভিযান চলাকালীন সময় সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।

ads din

সর্বশেষ

এই বিভাগের আরও