শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

বাড়িতে সন্তান প্রসব করতে গিয়ে ফুটবলার রাজিয়ার চিরবিদায়

নিজস্ব প্রতিবেদক *

bsrm

বাড়িতেই সন্তান প্রসব করেছিলেন ফুটবলার রাজিয়া সুলতানা। সন্তান জন্মদানের পর শুরু হয় রক্তক্ষরণ। একপর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যুবরণ করেন তিনি। আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর ৪টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার লক্ষ্মীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রাজিয়া সুলতানা অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় এবং লক্ষীনাথপুর গ্রামের নুরু কাজীর মেয়ে।

স্থানীয়রা জানায়, নরমাল ডেলিভারি করার জন্য রাজিয়াকে বাড়িতেই রাখা হয়। বুধবার দিবাগত রাতে একটি পুত্র সন্তানের জন্ম দেয় সে। এরপর অতিরিক্ত রক্তক্ষরণের ফলে বৃহস্পতিবার ভোরে মৃত্যুবরণ করে রাজিয়া।ads din

উল্লেখ্য, ২০১৮ সালে ভুটানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ নারী সাফের ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সেই দলে ছিলেন রাজিয়া। প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছিলেন সংবর্ধনা ও ১০ লাখ টাকা।

সর্বশেষ

এই বিভাগের আরও