বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ সুখবর পেল আইসিসি থেকে

নিজস্ব প্রতিবেদক

আইসিসি নারী টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় বড় লাফ দিয়েছেন বাংলাদেশের তিন ব্যাটার শারমিন আক্তার-দিলারা আক্তার ও স্বর্না আক্তার। এছাড়া, বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের তিন স্পিনার রাবেয়া খান, ফাহিমা খাতুন এবং সানজিদা আক্তার মেঘলার। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) নারী ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

- Advertisement -

চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে গ্রুপ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৫ বলে ৫২ রানের ইনিংস খেলেন শারমিন। ২২ ধাপ এগিয়ে র‌্যাংকিংয়ে ৩৫তম স্থানে উঠেছেন তিনি। ৪৯৯ রেটিং নিয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন শারমিন। তার আগের সর্বোচ্চ র‌্যাঙ্কিং ছিল ৫৬।

- Advertisement -shukee

বিশ্বকাপ বাছাই পর্বে নামিবিয়ার বিপক্ষে ২৫ রান এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৫ রান করেন দিলারা। এতে ৩৩ ধাপ এগিয়ে ৩৭৬ রেটিং নিয়ে যৌথভাবে ৭০তম স্থানে আছেন এই ওপেনার। গেল সপ্তাহে তিন ইনিংসে ৬১ রান করে ১৭ ধাপ এগিয়ে ৮৩তম স্থানে উঠেছেন স্বর্ণা। সর্বশেষ দুই ম্যাচে ২৭ ও ৩০ রান করে র‌্যাঙ্কিংয়ে ১১ ধাপ উন্নতি হয়েছে সোবহানা মোস্তারির। ৫২তম স্থানে আছেন তিনি।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের পক্ষে এক ধাপ এগিয়ে ১৪তম স্থানে উঠেছেন রাবেয়া। নামিবিয়ার বিপক্ষে ৫ রানে ৩টি এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ১ উইকেট নেন তিনি। বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে আছেন রাবেয়া। নামিবিয়ার বিপক্ষে ৩ উইকেট শিকার করলেও আয়ারল্যান্ডের বিপক্ষে উইকেটের দেখা পাননি ফাহিমা। তারপরও ৬ ধাপ উন্নতিতে ৩০তম স্থানে উঠেছেন তিনি।

গেল সপ্তাহে পাপুয়া নিউগিনির বিপক্ষে ১ উইকেট শিকারের পর ৪ উইকেট নেন মেঘলা। এতে ৬ ধাপ এগিয়ে ৫৪তম স্থানে উঠেছেন তিনি।

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় অস্ট্রেলিয়ার বেথ মুনি, বোলারদের তালিকায় অ্যানাবেল সাদারল্যান্ড এবং অলরাউন্ডার হিসেবে শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।

সর্বশেষ

এই বিভাগের আরও