চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের বাসভবনে তার সভাপতিতে চট্টগ্রাম ৪ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আসলাম চৌধুরী সমর্থনে বুধবার (২৮জানুয়ারি) এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম ১০ নম্বর উত্তর কাটলী ওয়ার্ডের বিএনপি, মহিলা দল, কৃষক দল, যুবদল ও ছাত্রদলসহ নানা শ্রেণি-পেশার মানুষদের সাথে মত বিনিময় করেন । এ সময় মনজুর আলম বলেন,গণতন্ত্র সুরক্ষা, আইনের শাসন, সর্বসাধারণের জীবনের নিরাপত্তা, সার্বিক উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করতে হবে। তিনি বলেন, আসলাম চৌধুরী এলাকাবাসীর দুর্দিনের কাণ্ডারী তাকে নির্বাচিত করা হলে দেশ ও জাতি উপকৃত হবে। সাবেক মেয়র দলমত নির্বিশেষে সকলকে ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষে ভোট দেয়ার জন্য আহবান জানান।

মত বিনিময় সভার প্রধান আলোচক মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মো. সরোয়ার আলম বলেন,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ । নির্বাচনে আসলাম চৌধুরীর মত নিঃস্বার্থ সমাজসেবকে খুবই প্রয়োজন । সরওয়ার আলম দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আসলাম চৌধুরীর বিজয়কে নিশ্চিত করতে অবদান রাখতে হবে। মত বিনিময় সভায় ১০ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুর আলম, সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, আহ্বায়ক মোহাম্মদ রফিক, সাবেক সাধারণ সম্পাদক আব্বাস রশিদ, সাবেক সহ-সভাপতি আইয়ুব খান,আকবরশাহ থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মইনুদ্দিন মঞ্জু, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, বিএনপি নেতা আজহারুল ইসলাম,মহিলা দলনেত্রী জোহরা, বেগম সালেহা বেগম, যুবদল নেতা শাহেদুল শাহিদুল ইসলাম, মেজবাউদ্দিন, রেদওয়ানুল চৌধুরী, মোহাম্মদ আজম, মোহাম্মদ রাশেদ, মমতাজুল চৌধুরী, সাজ্জাত নাঈম সহ বিএনপি, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ মত বিনিময়ে অংশগ্রহণ করেন।


