বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

নারী শিক্ষার প্রসারে বাকলিয়া আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় অধিগ্রহণ করছে চসিক

নিজস্ব প্রতিবেদক

নারী শিক্ষার সুবিধা বাড়াতে বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়কে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) অধিগ্রহণ করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -

বুধবার (২৮ জানুয়ারি) সকালে বিদ্যালয়টির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান–২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

- Advertisement -shukee

ডা. শাহাদাত হোসেন বলেন, বাকলিয়া আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়কে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধিভুক্ত করা হবে, যাতে বিদ্যালয়টির অবকাঠামো উন্নয়ন, শিক্ষার পরিবেশ আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের জন্য আরও সুযোগ-সুবিধা নিশ্চিত করা যায়।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক দৃঢ়তা ও নৈতিক মূল্যবোধ গড়ে ওঠে। আজকের শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব—তাদের সুস্থ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, বিশেষ করে মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একজন সুস্থ, শিক্ষিত ও আত্মবিশ্বাসী নারীই একটি পরিবার ও সমাজকে এগিয়ে নিতে পারে। এ ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও সমাজের সকলস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

নারী স্বাস্থ্য সুরক্ষায় চসিক বিনামূল্যে এইচপিভি ভ্যাকসিন বিতরণ করছে। মেমন থেকে মা ও শিশুদের স্বল্পমূল্যে সর্বাধুনিক চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও দাতা সদস্য মো. নাসির উদ্দিন, প্রধানশিক্ষক মধুসূদন দাশ, আবদুর রহিম, এমদাদুল হক বাদশা, রাজীব পাল প্রমুখ।

সর্বশেষ

এই বিভাগের আরও