বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

ওয়াটারফল রোটারি ক্লাবে অধ‍্যক্ষ শাহীন আলরাজী সংবর্ধিত

নিজস্ব প্রতিবেদক

রোটারি ক্লাব অব চিটাগাং ওয়াটারফলের আইপিপি রোটারিয়ান আহমেদ শাহীন আলরাজী ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ হতে পদোন্নতি পেয়ে অধ‍্যক্ষ পদে অধিষ্ঠিত হয়েছেন।
গতকাল (২৭শে জানুয়ারি) ওয়াটাফল রোটারি ক্লাব এই গুণী সদস‍্যের সম্মানে আয়োজন করে সংবর্ধনা অনুষ্ঠান। বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক আগ্রাবাদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. আনোয়ারা আলম অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন।
ইসলামাবাদ রোটারি ক্লাবের পিপি ও কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানির এডিশনাল এম ডি মাহফুজুর রহমান, কসমোপলিটন ক্লাবের পিপি সালাহউদ্দিন ও ব‍্যাংকার রোটারিয়ান গার্সেল, কানাডার ড‍্যানফোর্ড রোটারি ক্লাবের পিপি ইলিয়াস মিয়া, সিনিয়র সাংবাদিক বেলায়েত হোসেনসহ আরো অনেকে উপস্থিত থেকে সংবর্ধনা অনুষ্ঠান উপভোগ করেন।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ইভেন্ট চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন পিপি রোটারিয়ান রেজাউর রহমান।
সংবর্ধিত অধ্যক্ষ আহমেদ শাহীন আলরাজীর জীবনী পাঠ করেন রোটারিয়ান নাজনিন জাহান। অধ্যক্ষ শাহীন আলরাজী তাঁর সম্মানে অনুষ্ঠান আয়োজন করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, ক্লাবের প্রতি তাঁর দায়িত্ব আরো বেড়ে গেলো। সফলতার সাথে দায়িত্ব সম্পন্ন করতে মহান আল্লাহপাকের নিকট দোয়া করতে তিনি ক্লাব সদস্যদের নিকট অনুরোধ করেন।প্রধান অতিথি অধ্যক্ষ আনোয়ারা আলম তার অধ‍্যক্ষ জীবনের অভিজ্ঞতা বর্ণনা করেন এবং বলেন,
যেকোনো অধ্যক্ষ আগে শিক্ষক পরে প্রশাসক। সততার সাথে কর্মজীবন শেষ করতে পারাটাই গৌরবের।
এতে আরো বক্তব্য রাখেন পিপি রোটারিয়ান মো. নুরুল আলম চৌধুরী কিরণ, সিপি রোটারিয়ান অধ‍্যাপিকা ফাতেমা জেবুন্নেসা, পিপি রোটারিয়ান অধ‍্যাপক এস এ এম জাকারিয়া, পিপি রোটারিয়ান অধ‍্যাপক আরিফুর রহমান, পিপি রোটারিয়ান আহমেদ নুর, পিপি রোটারিয়ান শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ফয়েজ ভুঁইয়া, রোটারিয়ান এবাদ আহমেদ চৌধুরী , রোটারিয়ান ডা.আবদুল হালিম , রোটারিয়ান নাফিসা চৌধুরী। অনষ্ঠানে রোটারেক্ট ক্লাব অব চিটাগাং ওয়াটারফলের প্রেসিডেন্ট রোটারেক্টর নাজমুলের নেতৃত্বে ৫ জন রোটারেক্টর উপস্থিত ছিলেন।
সবশেষে, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান এস এম আজিজ তার ২০২৬-২৭ রোটারি বছরের বোর্ড ঘোষণা করেন। এছাড়া সভায় রোটারিয়ান নাসিমা আক্তার ডেইজি সর্বসন্মতিক্রমে ২০২৭-২৮ রোটারি বছরের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
অবশেষে সিপি ফাতেমা জেবুন্নেসার পরিচালনায় র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের পদোন্নতিপ্রাপ্ত অধ‍্যক্ষ রোটারিয়ান আহমেদ শাহীন আলরাজীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক আগ্রাবাদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. আনোয়ারা আলম

সর্বশেষ

এই বিভাগের আরও