বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

সুখী ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং এলিট ফোর্সের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত

নিজস্ব প্রতিবেদক

সুখী ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং এলিট ফোর্সের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে।  সোমবার (২৬ জানুয়ারি) ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের রাজধানীর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ

- Advertisement -

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ হেলথটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. আহমেদ আরমান সিদ্দিকী, এলিট ফোর্সের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আজিজ- পিএসসি, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধুসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

- Advertisement -shukee

এই অংশীদারিত্বের আওতায়, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও সুখী যৌথভাবে এলিট ফোর্সের কর্মীদের জন্য বিস্তৃত বীমা কভারেজ এবং আধুনিক টেলিমেডিসিন সেবা প্রদান করবে। এর মাধ্যমে এলিট ফোর্সের কর্মীদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত হবে।

এছাড়াও এই চুক্তির অংশ হিসেবে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও সুখীর মধ্যে একটি কৌশলগত সহযোগিতা গড়ে উঠেছে, যেখানে সুখীকে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের অফিসিয়াল টেলিমেডিসিন পরিষেবা প্রদানকারী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সহযোগিতার মাধ্যমে গ্রামীণ হেলথটেক লিমিটেডের সমন্বিত ডিজিটাল স্বাস্থ্যসেবা ইকোসিস্টেম ব্যবহার করে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড তার কর্পোরেট ও প্রাতিষ্ঠানিক ক্লায়েন্টদের জন্য নির্ভরযোগ্য, সাশ্রয়ী এবং চাহিদাভিত্তিক টেলিমেডিসিন সেবা নিশ্চিত করবে। এই অংশীদারিত্ব বাংলাদেশের ডিজিটাল স্বাস্থ্যসেবা ও ইন্স্যুরেন্স খাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

 বক্তব্য রাখছেন গ্রামীণ হেলথটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. আহমেদ আরমান সিদ্দিকী

 

 

সর্বশেষ

এই বিভাগের আরও