চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরের ক্রীড়া উন্নয়ন ও খেলাধুলার সুযোগ সম্প্রসারণে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামকে আধুনিকায়ন করে গড়ে তোলা হবে।
সোমবার (২৬ জানুয়ারি) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আয়োজিত সিসিএস ক্লাব ক্লাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

মেয়র বলেন, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য। খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি নেতৃত্ব, আত্মবিশ্বাস, পরিশ্রমী মনোভাব ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলে। চট্টগ্রাম নগরে মাঠে খেলার সুযোগ দিন দিন কমে যাচ্ছে। বর্তমান সময়ে শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা সমান গুরুত্ব পাওয়ার দাবি রাখে। চট্টগ্রাম জেলা স্টেডিয়াম পরিদর্শন করে বেশকিছু সংস্কার কাজ করা প্রয়োজন বলে জেনেছি। এই স্টেডিয়ামকে সংস্কার ও আধুনিকায়ন করার জন্য যা যা করা প্রয়োজন করব। এছাড়া নগরীর ৪১টি ওয়ার্ডে খেলার মাঠ গড়ার মাধ্যমে খেলার সুযোগ বৃদ্ধি করা হচ্ছে।
গত ১৬ বছরে সমাজের অন্যতম বড় সমস্যা হিসেবে কিশোর গ্যাং সংস্কৃতির কথা উল্লেখ করে মেয়র বলেন, তরুণদের জন্য খেলাধুলার সুযোগ বৃদ্ধি করা গেলে তারা সহজেই সঠিক পথে এগিয়ে যাবে। কিশোর অপরাধ ও সামাজিক অবক্ষয় রোধে মাঠভিত্তিক ক্রীড়া কার্যক্রম অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে।
একজন স্পোর্টস ইনজুরি বিশেষজ্ঞ হিসেবে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে ডা. শাহাদাত হোসেন বলেন, খেলাধুলা শুধু শারীরিক ফিটনেস নিশ্চিত করে না, বরং মানসিক দৃঢ়তা, মনোযোগ, কর্মক্ষমতা ও দলগত সমন্বয় বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলার মাঠ মানুষের মানসিক বিকাশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
মেয়র আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরের প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ গড়ে তোলাকে তিনি অগ্রাধিকার দিয়েছেন। ইতোমধ্যে নগরের ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে মহসিন কলেজ মাঠ, বাকলিয়া স্কুল মাঠ, বহুরূপী মাঠ, আকবর শাহ এলাকার ফিরোজশাহ মাঠ, আগ্রাবাদ শিশুপার্ক সংলগ্ন জাম্বুরি মাঠ, হালিশহর বিডিআর মাঠসহ বিভিন্ন মাঠে সংস্কার কাজ চলমান রয়েছে। বেশ কিছু মাঠ ইতোমধ্যে উদ্বোধন করা হয়েছে এবং বাকি মাঠগুলো দ্রুত উদ্বোধনের প্রস্তুতি চলছে।
ডা. শাহাদাত হোসেন বলেন, বর্তমানে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্থূলতা, হৃদরোগ, মানসিক চাপজনিত সমস্যা ও অন্যান্য অসংক্রামক রোগের প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। কর্মব্যস্ত জীবন, দীর্ঘসময় বসে কাজ করা এবং নিয়মিত শারীরিক পরিশ্রমের অভাবই এসব রোগের প্রধান কারণ। এই পরিস্থিতি থেকে উত্তরণে নিয়মিত খেলাধুলা, ব্যায়াম ও সক্রিয় জীবনযাপনের বিকল্প নেই।
সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী সভাপতিত্বে এবং অতিরিক্ত সাধারণ সম্পাদক আ.ন.ম ওয়াহিদ দুলালের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম, সিজেকেএস ক্লাব সমিতির সহ সভাপতি নজরুল ইসলাম লেদু, মোঃ আমিনুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান, মাহবুবুল আলম, সাধারন সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, কোষাধ্যক্ষ আবদুল হান্নান আকবর, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি খান সাজ্জাদ, আবু সামা বিপ্লব, আসিফ আহমেদ, সিজেকেএস কাউন্সিলর মাকসুদুর রহমান বুলবুল, আবদুল আহাদ রিপন, এনামুল হক, গোলাম মহিউদ্দিন হাসান, মো. জাহিদুল হকসহ টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলের প্রতিনিধি ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।


