উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের শেষ রাউন্ডে আজ (২৮ জানুয়ারি) বুধবার এক রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব। একদিনে অনুষ্ঠিত হতে যাওয়া ১৮টি ম্যাচই নির্ধারণ করে দেবে কোন ৮টি দল সরাসরি শেষ ষোলোর টিকিট পাবে। সাত রাউন্ড শেষে কেবল আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ তাদের জায়গা নিশ্চিত করতে পারলেও, সরাসরি কোয়ালিফিকেশন নিয়ে চরম শঙ্কায় আছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি ও বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির মতো পরাশক্তিরা।
নতুন ফরম্যাট অনুযায়ী পয়েন্ট টেবিলের শীর্ষ ৮ দল সরাসরি রাউন্ড অব সিক্সটিনে খেলবে। বাকি ৮টি স্থানের জন্য টেবিলের ৯ থেকে ২৪ নম্বর দলগুলোকে প্লে-অফ বাধা টপকাতে হবে। বর্তমানে আর্সেনাল ও বায়ার্ন শীর্ষে থাকলেও ৩ নম্বর স্থানে থাকা রিয়াল মাদ্রিদ (১৫ পয়েন্ট) এবং ১৫ নম্বর স্থানে থাকা জুভেন্তাসের মধ্যে ব্যবধান মাত্র ৩ পয়েন্ট। ফলে লিগ পর্বের শেষ ম্যাচের হার-জিত পাল্টে দিতে পারে পুরো টেবিলের চিত্র।

লিভারপুল ১৫ পয়েন্ট নিয়ে চারে থাকলেও ১৩ পয়েন্ট পাওয়া পিএসজি (৬ষ্ঠ) থেকে আটালান্টা (১৩তম) সবকটি দলের পয়েন্ট সমান। ঘরের মাঠে নিউক্যাসলের বিপক্ষে হারলে বা ড্র করলে গোল পার্থক্যের সুবিধা হারাবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি, যা তাদের শীর্ষ আটের বাইরে ঠেলে দিতে পারে। উল্লেখ্য, গত মৌসুমে প্লে-অফ খেলে চ্যাম্পিয়ন হয়েছিল পিএসজি।
১৩ পয়েন্ট নিয়ে সরাসরি কোয়ালিফিকেশনের অপেক্ষায় থাকা বার্সেলোনা মোকাবিলা করবে কোপেনহেগেনের। অন্যদিকে ম্যানচেস্টার সিটি আতিথ্য দেবে গালাতাসারেকে। তবে সবার নজর থাকবে রিয়াল মাদ্রিদ বনাম বেনফিকা ম্যাচের দিকে। রিয়ালের সাবেক কোচ হোসে মরিনহোর বর্তমান দল বেনফিকা বর্তমানে ২৯ নম্বরে অবস্থান করছে। প্লে-অফে টিকে থাকতে হলে মরিনহোর দলকে রিয়ালকে হারানোর পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলাফলের দিকে।
পয়েন্ট টেবিলের আটে থাকা চেলসির মুখোমুখি হবে ২৫ নম্বরে থাকা নাপোলি। অন্তত প্লে-অফ নিশ্চিত করতে হলেও নাপোলিকে শীর্ষ ২৪-এর মধ্যে জায়গা করে নিতে হবে।


