বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ২০২৬ সালের স্প্রিং সেমিস্টারের ভর্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ জানুয়ারি বান্দরবান বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে ভর্তি মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর ও ভর্তি মেলার প্রধান অতিথি প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সদস্য এম. আবদুর রহিম, দৈনিক প্রথম আলোর বান্দরবান জেলা সিনিয়র সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা এবং যমুনা টেলিভিশন, বান্দরবান জেলার সিনিয়র সাংবাদিক বাতিং মার্মা।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. খোরশেদ আলী, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. জাহিদুল ইসলাম, প্রক্টর মুহাম্মদ ওয়াহিদুর রহমান, ফিন্যান্স ডিরেক্টর চিং চি প্রু সুকিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।
ভর্তি মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের সরকারি রেজিস্ট্রার (প্রশাসন) টি. এ. এম. ওমর ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মনোরম পরিবেশে আধুনিক ও মানসম্মত উচ্চশিক্ষা গ্রহণের জন্য বান্দরবান বিশ্ববিদ্যালয় একটি আদর্শ প্রতিষ্ঠান। তিনি বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এখানে কম খরচে পড়াশোনার সুযোগ রয়েছে এবং শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও নৈতিক গুণাবলি গড়ে তোলায় বিশ্ববিদ্যালয় বিশেষ গুরুত্ব দিয়ে থাকে।
আলোচনা সভা শেষে ভর্তি মেলার সার্বিক সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


