বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স কমিটির ৬ষ্ঠ সাধারণসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স কমিটির ৬ষ্ঠ সাধারণ সভা শনিবার (২৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় আর্থিক ব্যবস্থাপনা, বাজেট বাস্তবায়ন, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণ বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

- Advertisement -

সভায় সভাপতিত্ব করেন ফিন্যান্স কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও ফিন্যান্স কমিটির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্ল্যাহ ছিদ্দিকী, ট্রাস্ট সেক্রেটারি ড. মোহাম্মদ নুরুল আবছার, ফিন্যান্স কমিটির সদস্য প্রফেসর সরওয়ার জাহান, ফিন্যান্স কমিটির সদস্য ডা.অং চালু, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো.খোরশেদ আলী, ফিন্যান্স ডিরেক্টর (ভারপ্রাপ্ত) চিংচি প্রু সুকি, সহকারী একাউন্টস অফিসার মো. আজিজুর রহমান।
সভায় বিশ্ববিদ্যালয়ের আর্থিক কাঠামোকে আরো শক্তিশালী ও সময়োপযোগী করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব আলোচনা ও অনুমোদন করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও