শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রাম আইন কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম আইন কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের এক সভা শনিবার(১৭ ফেব্রুয়ারী  ) সন্ধ্যা ৭ টায় টেরীবাজার সংলগ্ন নিউ মদিনা হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়।bsrm

এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক  এডভোকেট মোরশেদুল আলম চৌধুরী।

সদস্য সচিব মো. মফিজুল ইসলামের সঞ্চালনায়  অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুমিত বড়ুয়া, এডভোকেট নোমান চৌধুরী, ভিপি শামসুল আলম, সৈয়দ গোলাম মেরশেদ, মো মামুনুর রশীদ, মো মিজানুর রহমান, সূচয়ন বড়ুয়া, রেবা বড়ুয়া, আরিফ মাঈনুদ্দিন, মো আবদুল কাইয়ুম, মো. শাহজাহান, ভিপি শামীম, রহমত উল্লাহ রিফাত, ফৌজুল মুবিন, সাবিহা সুলতানা, তসলিম উদ্দিন, মাহবুবুল আলম প্রমুখ।

সভায় আগামী মার্চ মাসে পিকনিক করার সিদ্ধান্ত গৃহীত হয়।ads din

এছাড়া ও লাইফ মেম্বার সংখ্যা বাড়ানো, সংগঠনের  উন্নয়নে নানা পরিকল্পনা সহ বিবিধ আলোচনা করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও