বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

মোস্তফা হাকিম উচ্চ বিদ্যালয়ে রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত

আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠিত নিউমুনসুরাবাদ আলহাজ্ব মোস্তফা হাকিম কে.জি. এন্ড হাইস্কুলের রজত জয়ন্তী উদযাপন ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠান শনিবার (১০ ফেব্রুয়ারি) দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।bsrm

দিনব্যাপী কর্মসূচিতে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অন্তর্ভূক্ত ছিল। দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধানশিক্ষক আবদুর রহমান। প্রধান অতিথি ছিলেন অত্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও তাহের শিল্প-গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব এম.এ. তাহের। বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম। আলোচনা করেন, সাবেক অধ্যক্ষ মো. বাদশা আলম, অত্র স্কুল পরিচালনা কমিটির সদস্য নুরুল আলম ভুট্টো, আজম খান, আব্দুস সাত্তার মজুমদার, টিপু, ফেরদৌস বেগম, শ্রী রানী বর্মন, ফারহানা হক, রজত জয়ন্তী উদযাপন কমিটির আরমান অপু, সোহান, সাগর, হৃদয়, আরমান কামাল, আরমান, রবিউল, রাজু, শহিদুল, রিফাত, রিম্পী, যুবরাজ, মেহবুব, উচ্ছ্বাস সহ অন্যরা। প্রধান অতিথি তাহের গ্রুপের চেয়ারম্যান এম.এ. তাহের বলেন, স্মার্ট বাংলাদেশে গড়ে তুলতে মেধা, মননে ভালো মানুষ হতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীরা আলো ধারণ করে সেই আলোতে দেশ-জাতি ও পরিবারে আলোকিত হয়। আলোকিত পরিবার ও দেশ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। যারা শিক্ষা গ্রহণ করে আলো ছড়িয়ে যাচ্ছেন তাদের তিনি সাধুবাদ জানান।

সর্বশেষ

এই বিভাগের আরও