শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

৪ কোটি টাকায় ১০টি গোলচত্বর করছে চসিক

নিজস্ব প্রতিবেদক *

নয়াবাজার মোড়ে গোলচত্বর (রাউন্ডএবাউট) নির্মাণ কাজের উদ্বোধন করছেন সিটি মেয়র (প্রতিমন্ত্রী) বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী৷

৪ কোটি টাকায় ১০টি গোলচত্বর নির্মাণ কাজের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র (প্রতিমন্ত্রী) বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী৷bsrm

বৃহস্পতিবার (৮ফেব্রুয়ারি) নয়াবাজার মোড়ে গোলচত্বর (রাউন্ডএবাউট) নির্মাণকালে মেয়র রেজাউল করিম বলেন, নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, সড়ক দুর্ঘটনা হ্রাসের পাশাপাশি সড়কের সৌন্দর্য বর্ধনের জন্য আমরা ১০টি গোলচত্বর নির্মাণ করব৷ নয়াবাজার মোড়ে গোলচত্বর নির্মাণের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেছি৷ সাগরিকা, অলংকার, সল্টগোলা ক্রসিং, সিমেন্ট ক্রসিং, কাঠগড়, চকবাজার, অক্সিজেন এবং বহদ্দারহাটে বাকী ৯টি গোলচত্বর নির্মাণ করা হবে৷

“আমি দায়িত্ব নেয়ার পর পিসি রোডের কাজ থমকে ছিল৷ আমি সেসময় দিন-রাত পরিশ্রম করে পিসি রোডের কাজ শেষ করেছি। অলিতে গলিতে সব প্রয়োজনীয় সড়ক নির্মাণ করছি৷ মনোযোগ দিয়েছি ফুটপাত উদ্ধারে৷ আমার দায়িত্বকালেই নগরবাসী সড়ক অবকাঠামোয় দৃশ্যমান পরিবর্তন দেখবে৷”

এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর মো. ইসমাইল, নুরুল আমিন, মো. ইলিয়াছ, হুরে আরা বিউটি, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, আনোয়ার জাহান।ads din

সর্বশেষ

ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত

এই বিভাগের আরও