চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম এর সুযোগ্য পিতা বাবা ভান্ডারী কেবলার অন্যতম খলিফা আল্লামায়ে রাহমানি শাহ্ সুফী আবু মুসা আহমদুল হক সিদ্দিকি আল হানাফি এর মুরিদ আশেকেরাসুল, খাদেমুল আউলিয়া হযরত খাজা আবদুল হাকিম শাহ্ আল মাইজভান্ডারী (র:) এর স্মরণে খতমে কোরআনেপাক, দোয়া মিলাদ মাহফিল ও ছেমা মাহফিল এবং তবারুক বিতরণ কর্মসুচী পালন করা হয়।
সোমবার (২৯ জানুয়ারি) মরহুমের মাজার প্রাঙ্গনে এ সকল ধর্মীয় আয়োজনে সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম উপস্থিত আলেম, ওলেমা, হাফেজ, মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের উদ্দেশ্যে বলেন, আমার পিতা মানবসেবা এবং অলি আউলিয়াদের খেদমতে জীবন অতিবাহিত করেন। পার্থিব জীবনে তাঁর মধ্যে কোনো লোভ প্রলোভন পরিলক্ষিত হয়নি। তিনি দুনিয়া ও আখেরাতের মুক্তির পথেই জীবন অতিবাহিত করেন। আমরাও সত্যের পথে মানবকল্যাণে জীবন যাপনের চেষ্টা করে যাচ্ছি। এ সকল ধর্মীয় অনুষ্ঠানে অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ মাহফুজুর রহমান চৌধুরী, সাবেক অধ্যক্ষ বাদশা আলম, প্রফেসর কাজী মাহবুবুর রহমান, আলহাজ্ব তাহের মনজুর ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদুল আলম, উপাধ্যক্ষ মাওলানা মাহফজুর রহমান, মাওলানা শফিউর রহমান, মাওলানা জিয়াউল হক, মাওলানা কামাল উদ্দিনসহ অন্যরা আলোচনা করেন। মোনাজাত পরিচালনা করেন, মাওলানা আবদুল মান্নান।
