রবিবার, ১৫ জুন ২০২৫

সাবেক মেয়র মনজুর আলমের পিতার ওরশ শরীফের কর্মসুচী গৃহীত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম এর শ্রদ্ধেয় পিতা হযরত খাজা আবদুল হাকিম শাহ্ আল মাইজভান্ডারী (র:) এর বার্ষিক ওরশ শরীফ উদযাপন উপলক্ষে এনতেজামিয়া কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

bsrm

মঙ্গলবার (১৬ জানুয়ারী) বিকেলে আলহাজ্ব মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মোস্তফা হাকিম শিল্প গ্রুপের পরিচালক ও সমাজসেবক অত্র এনতেজামিয়া কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নিজামুল আলম।

সভায়  আগামী ২৫ ও ২৬ জানুয়ারি ২০২৪ দুইদিনব্যাপী হযরত খাজা আবদুল হাকিম শাহ্ আল মাইজভান্ডারী (র:) এর ওরশ শরীফ উদযাপনের কর্মসুচী গ্রহণ করা হয়েছে।

তবে মুল ওরশ শরীফ অনুষ্ঠিত হবে ২৬ জানুয়ারি শুক্রবার। ওরশ শরীফ উপলক্ষে এ দিন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে খতমে কোরআনে পাক, মাজুমুয়ায়ে সালাওয়াতে রাসুল (সা:), খত্মে গাউসিয়া শরীফ, মিলাদ ও দোয়া মাহফিল এবং তবারুক বিতরণ করা হবে।ads din

২৫ জানুয়ারি বৃহস্পতিবার অত্র ওরশ শরীফ উপলক্ষে হযরত খাজা আবদুল হাকিম শাহ্ আল মাইজভান্ডারী (র:) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতি নিজামুল আলম বলেন, সত্য ও ন্যায় নীতির উপর ভিত্তি করে আমার পিতা আদর্শ জীবন যাপন করেছেন। তিনি বলেন, আমার দাদা আজীবন অলি আওলিয়ার খেদমতে নিয়োজিত ছিলেন। আমরা দাদা ও পিতার দেখানো পথেই মানব সেবাসহ অলি আউলিয়াদের খেদমতে নিয়োজিত আছি। আমরা আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন  ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠা করে ১৯৭৭ সাল থেকে মানবতার সেবা করে যাচ্ছি। তিনি বলেন, এযাবতকালে ১০৩ টি প্রতিষ্ঠানের মাধ্যমে আল্লাহ ও আল্লাহ রাসুলের সন্তুষ্টি বিধানে আমরা সচেষ্ট আছি। তিনি আরো বলেন, দুর্যোগ দুর্বিপাক, আত্ম মানবতার সেবায় আমরা নিবেদিত আছি। তিনি দলমত নির্বিশেষে সকলকে তার দাদার ওরশ শরীফের কর্মসুচীতে উপস্থিত থাকার আহবান জানান। এতে অন্যদের মধ্যে এনতেজামিয়া কমিটির সদস্য আলহাজ্ব শাহীন আলম, আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলম, আলহাজ্ব মোহাম্মদ ফারুক আজম, আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম, আলহাজ্ব মোহাম্মদ সাহিদুল আলম, নুরুল আলম ভুট্টু, মোহাম্মদ ইব্রাহীম, জানে আলম, ফরিদ আহমদ মুরাদ, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, সাবেক অধ্যক্ষ বাদশা আলম ও মোহাম্মদ শাহজাহান আব্দুস সাত্তারসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ তাদের মতামত তুলে ধরেন।

 

 

সর্বশেষ

এই বিভাগের আরও