মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

চিটাগং হিলটাউনের নিয়মিত ও বোর্ডসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক *

bsrm

রোটারি ক্লাব অব চিটাগং হিলটাউনের নিয়মিত ও বোর্ডসভা চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে গতকাল ( ১৩ জানুয়ারি)  অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন ক্লাব সভাপতি রোটারিয়ান মো. গোলাম মাওলা মামুন।

এতে বক্তব্য রাখেন পিপি রোটারিয়ান প্রণব কুমার দেব, পিপি রোটারিয়ান সাংবাদিক দেবদুলাল ভৌমিক, পিপি রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, পিপি রোটারিয়ান অধ্যাপক প্রদীপ কুমার দাশ, ভাইসপ্রেসিডেন্ট রোটারিয়ান প্রিন্সিপাল জনার্দণ কুমার বণিক, ডিরেক্টর রোটারিয়ান মো. রেজাউল করিম, রোটারিয়ান লক্ষী সরকার, রোটারিয়ান শুক্লা আচার্য্য, রোটারিয়ান রোজী সাহা ও রোটারিয়ান কামিনী চক্রবর্তী।

সভায় ২৭ জানুয়ারি ২০২৪ বার্ষিক বনভোজন, ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ক্লাবের অভিষেক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়। এছাড়া ডিস্ট্রিক্ট করফারেন্স-এ অংশগ্রহণসহ বিভিন্ন প্রজেক্ট নিয়ে আলোচনা হয়।ads din

সর্বশেষ

এই বিভাগের আরও