শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

লায়ন ইমরানের কাট্টলী এলাকায় উঠান সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠিত

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড এবং আংশিক আকবরশাহ্ ও পাহাড়তলী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান এর ঈগল মার্কার সমর্থনে উত্তর কাট্টলী ঈষাণ মহাজন সড়ক, আব্দুল লতিফ মুন্সি বাড়ির উঠান সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কাট্টলী উঠান সমাবেশে বক্তব্য রাখছেন সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান

সোমবার (১ জানুয়ারী) অনুষ্ঠিত সমাবেশ শেষে লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান উত্তর কাট্টলী এলাকায় গণসংযোগ করেন।bsrm

ঈগল মার্কার স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন মোহাম্মদ ইমরান বলেন, বেকারত্ব নিরসনে স্থানীয় তরুণ-তরুণীদের শিক্ষা ও যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে চাকুরির ব্যবস্থা গ্রহণ করা হবে আমাদের অন্যতম প্রধান কাজ। তিনি আরো বলেন, আমাদের এলাকায় অপরাধ অথবা সন্ত্রাসী ও অপরাধীর কোনো স্থান হবে না। আর, এটা করতে হলে ছেলেমেয়েদের সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান বলেন, শুধু পড়াশোনা না, আদব লেহাজ সহ সুশিক্ষিত হতে হবে। সুশিক্ষিত মানুষেরা কখনও অপরাধে জড়ায় না, সন্ত্রাসী-অপরাধীর সাথেও থাকে না।

সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন আলমগীর চৌধুরী, সুকুমার দাশ, সেকান্দর চৌধুরী, দেলোয়ার হোসেন লিটনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 ads din

সর্বশেষ

এই বিভাগের আরও