যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৫ ডিসেম্বর) এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা নগরীর আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চট্টগ্রাম এর চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য হাসান মুরাদ বিপ্লব, রাইসুল ইসলাম চৌধুরী, শাহাদাত হোসেন চৌধুরী রুমেল, ইসমাইল হক চৌধুরী ফয়সাল, প্রাক্তন যুব প্রধান গোলাম বাকী মাসুদ, মঈনুল ইসলাম সোহেল, অরুপ দত্ত অরুণ, শহীদুল ইসলাম, গাজী মো. ইফতেখার হোসেন সহ সিনিয়র যুব সদস্যবৃন্দ।
যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর আইসিটি মিডিয়া ও কমিউনিকেশন বিভাগীয় প্রধান অভিষেক চৌধুরীর সঞ্চালনায় সভায় বছরব্যাপী উল্লেখযোগ্য সেবা কার্যক্রমসমূহ তুলে ধরেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বার্ষিক কার্যক্রমের শোক প্রস্তাব উপস্থাপন করেন উপ যুব প্রধান-১ কৃষ্ণ দাশ, সাংগঠনিক বিভাগের রির্পোট উপস্থাপন করেন সাংগঠনিক বিভাগীয় উপপ্রধান প্রিয়ন্ত পাল, প্রশিক্ষণ বিভাগের রির্পোট উপস্থাপন করেন প্রশিক্ষণ বিভাগীয় প্রধান ফয়সাল হোসেন, উপ প্রধান শোয়াইব হোসেন, আইসিটি, মিডিয়া কমিউনিকেশন বিভাগের রির্পোট উপস্থাপন করেন উপ প্রধান আহনাফ তাজওয়ার মাহির, স্বাস্থ্য সেবা বিভাগের রির্পোট উপস্থাপন করেন বিভাগীয় প্রধান মো. আবদুর রহমান অপি, উপ প্রধান অনন্ত সাহা,দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগের রির্পোট উপস্থাপন করেন উপ প্রধান রাকিব রায়হান, প্রশাসন ও তহবিল সংগ্রহ বিভাগের রির্পোট উপস্থাপন করেন তমা দেব বর্মণ।
উক্ত সেবাবর্ষে প্রশিক্ষণ, রক্তের ব্যাগ সংগ্রহ ও রক্তের গ্রুপ নির্ণয়সহ বছরব্যাপী যেসকল সেবা কার্যক্রম পরিচালনা করা হয় তা রির্পোটে তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এটিএম পেয়ারুল ইসলাম বলেন, যুব নেতৃত্বের মাধ্যমে সহশিক্ষা কার্যক্রমের অংশ বিশেষ যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম নৈতিক ও মানবিক গুণে গুণান্নিত হয়ে দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যেতে সর্বদা প্রস্তুত থাকবে স্বেচ্ছাসেবকরা। চট্টগ্রামের প্রত্যেকটি উপজেলায় রেড ক্রিসেন্ট দল গঠন যেসব সহযোগিতা প্রয়োজন তাই করা হবে। কোনো ব্যক্তি স্বার্থের জন্য কেউ রেড ক্রিসেন্টকে ব্যবহার করতে পারবে না।মানুষের জন্য মানবতায় সেবায় রেড ক্রিসেন্ট কার্যক্রম পরিচালিত করতে হবে।