মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

সাউদার্ন ইউনিভার্সিটিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সাউদার্ন ইউনিভার্সিটিতে পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল ক্যাম্পাসে কালো পতাকা উত্তোলন, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, আলোচনা সভা এবং শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত।

বক্তব্য রাখছেন উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক।

আজ বৃহস্পতিবার ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে সম্মেলন কক্ষে উপ—উপাচার্য অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক। আরও উপস্থিত ছিলেন কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী, ইইই বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল হক খান, অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক ও শিক্ষকবৃন্দ সহ কর্মকতার্রা।bsrm

আলোচনা সভায় বক্তারা বলেন, আমরা গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের, যাঁদের আমরা হারিয়েছি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয়ের ঠিক আগমুহূর্তে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণা পর থেকে দখলদার পাকিস্তানি বাহিনী হত্যা যজ্ঞ শুরু করে। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি দখলদার বাহিনী ও তাদের সহযোগীরা দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের একটি বড় অংশকে পরিকল্পিতভাবে হত্যা করে। যা পৃথিবীর ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। এসময় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের জীবনাদর্শ ও মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য শিক্ষক, গবেষক ও লেখকদের প্রতি আহ্বান জানান।

পরে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইসলামিক শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ মুহাম্মদ জালাল উদ্দিন।

ads din

সর্বশেষ

এই বিভাগের আরও