নিজস্ব প্রতিবেদক *
রোটারি ক্লাব অব চিটাগং হিলটাউনের নিয়মিত সভা সংগঠনের সভাপতি রোটারিয়ান সাংবাদিক আলীউর রহমান রুশাইয়ের বাসভবনে শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
সভায় রোটারি পিন পরিয়ে দুজন ব্যবসায়ীকে নতুন সদস্য হিসেবে বরণ করে নেয়া হয়। নতুন এ রোটারিয়ান ব্যবসায়ীরা হলেন সাধন দত্ত ও সমিরণ দাশ। নতুন সদস্যদের স্বাগত জানিয়ে বক্তারা বলেন,বন্ধুত্ব, সহমর্মিতা ও সেবা-ই হল রোটারির মূল উদ্দেশ্য। তাই বন্ধুত্বের মাধ্যমে সকলেই একত্রিত হয়ে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার জন্যে নতুন সদস্যদের আহবান জানানো হয়।
ক্লাব সভাপতি সাংবাদিক আলীউর রহমান রুশাইয়ের সভাপতিত্বে ও সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পিপি রোটারিয়ান আমজাদ হোসেন পিএইচএফ, পিপি রোটারিয়ান প্রণব কুমার দেব পিএইএফ, পিপি রোটারিয়ান সাংবাদিক দেবদুলাল ভৌমিক পিএইচএফ, পিপি রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, আইপিপি রোটারিয়ান গোলাম মাওলা মামুন,প্রেসিডেন্ট-ইলেক্ট রোটারিয়ান মো.রেজাউল করিম,সহ-সভাপতি রোটারিয়ান প্রিন্সিপাল জনার্দন বণিক, সহ-সভাপতি রোটারিয়ান অরুণ কুমার মল্লিক, সেক্রেটারি অনুপ ভট্টাচার্য পিএইচএফ, রোটারিয়ান শ্যামল বিশ্বাস ও রোটারিয়ান রোজী সাহা, রোটারিয়ান সাধন দত্ত ও রোটারিয়ান সমিরণ দাশ।
সভায় রোটারি প্রত্যয় পাঠ করেন প্রেসিডেন্ট-ইলেক্ট রেজাউল করিম ও ধন্যবাদসূচক বক্তব্য রাখেন রোটারিয়ান আমজাদ হোসেন।
সভাশেষে রাজকীয় আপ্পায়নের জন্যে রোটারিয়ানেরা আলীউর রহমান ও তাঁর সহধর্মিনীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ।