
অতি বর্ষণে নগরীর ক্ষতিগ্রস্ত সড়কগুলোর ছোট-বড় গর্ত প্যাঁচওয়র্কের মাধ্যেমে আজ রবিবার থেকে সংস্কার কাজ শুরু করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নগরীর আক্সিজেন মোড়, মিয়াখনা নগর, পলোগ্রাউন্ড, এস.এস খালেদ রোড, সিডিএ ২নম্বর রোড, আগ্রাবাদ, হালিশহর জি ব্লক, এসি মসজিদ এলাকা ও স্টীল মিল বাজার এলাকায় প্যাঁচওয়ার্ক কাজ করা হয়। নগরীর প্রতিটি সড়কের মেরামত কাজ চলামান থাকবে।
ফুটপাত থেকে অবৈধ কাঁচাবাজারসহ দেড় শতাধিক দোকানপাট উচ্ছেদ
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হাসানের নেতৃত্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ও চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় রবিবার নগরীতে যৌথভাবে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা রোডের উভয়পার্শ্বের রাস্তা ও ফুটপাত থেকে অবৈধ কাঁচাবাজারসহ প্রায় দেড় শতাধিক দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী, পাহাড়তলী থানা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।

