মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

চসিক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় ইম্যুনাইজেশন রিভিউ সভা অনুষ্ঠিত

ইম্যুনাইজেশন রিভিউ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় রুটিন টিকাদান কর্মসূচী ইপিআই জোরদার করার লক্ষ্যে চসিক স্বাস্থ্য বিভাগ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় মঙ্গলবার (২৪সেপ্টেম্বর) সকালে আলকরণ চসিক জেনারেল হাসপাতালের মিলনায়তনে ইম্যুনাইজেশন রিভিউ সভা অনুষ্ঠিত হয়।

চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম।bsrm

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. অং সুই প্রু মারমা, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, বিভাগীয় কো-অডিনেটর বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডা. ইমং প্রু চেীধুরী, ন্যাশনাল ইপিআই আরবান স্পেশালিস্ট ইউনিসেফ চট্টগ্রাম ডা. প্রসূন রায়।

বক্তব্য রাখেন সহকারী স্বাস্থ্য কর্মকর্তা  ডা. মো. রফিকুল ইসলাম, ডা. তপন কুমার চক্রবর্তী, জোনাল মেডিকেল অফিসার ডা. মোঃ হাসান মুরাদ চৌধুরী, ড. সুমন তালুকদার, ডা. আকিল মাহমুদ নাফে, ডা. জুয়েল মহাজন।

উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ইনচার্জ ডা. হোসনে আরা বেগম ইপিআই টেকনিশিয়ান, পরিসংখ্যান সহকারী, স্বাস্থ্য সহকারী, বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিবৃন্দ।ads din

প্রধান অতিথির বক্তব্যে শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নাগরিকদের স্বাস্থ্য সেবায় ৫৬টি স্বাস্থ্য কমপ্লেক্স পরিচালনা করছে। তারমধ্যে অন্যতম কার্যক্রম হচ্ছে রুটিন টিকাদান কর্মসূচী। তিনি স্বাস্থ্য সুরক্ষায় গর্ভবতী মায়েদের ইপিআই কার্যক্রমে নিয়োজিত সকলকে আন্তরিকতার সাথে ড্রপআউট কমানোর পরামর্শ দেন। একই সাথে টিকা ভ্যাকসিন ঘাটতির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দেন।

সর্বশেষ

এই বিভাগের আরও