বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

ডিসি ফখরুজ্জামান  বীমা উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক হলেন

নিজস্ব প্রতিবেদক *

আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান

চট্টগ্রাম জেলাপ্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানকে বদলি করা  হলো । তাঁকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক হিসেবে পদায়ন করা হয়।bsrm

মঙ্গলবার (২০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। একই প্রজ্ঞাপনে আরো ১৬ জেলার জেলা প্রশাসককেও সরিয়ে নেয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচের ডিসি হিসেবে কর্মরত অনেকের মেয়াদ ৩ বছর ছুঁই ছুঁই। তাদের দ্রুত প্রত্যাহারের একটা আলোচনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আগে থেকেই চলছিল। আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর এখন নতুন করে ডিসিদের প্রত্যাহারের সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। যারা বিগত আন্দোলনে ‘বিতর্কিত’ ভূমিকা রেখেছেন, তারা আগে প্রত্যাহার হবেন। আর সেই তালিকায় ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসকও।

এদিকে, শনিবার (১৭ আগস্ট) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম বীর প্রতীকের উপস্থিতিতে আইনশৃঙ্খলা বিষয়ক এক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বৈঠক শেষে উপদেষ্টার কাছে অবিলম্বে চট্টগ্রাম জেলা প্রশাসকের ‘অপসারণ’ দাবি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক-শিক্ষার্থীরা।ads din

এর আগে, বিএনপি-জামায়াতপন্থী সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম জেলা শাখা এক বিবৃতিতে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানকে ‘বরখাস্ত’ করার দাবি জানিয়েছিল।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান  ২০২২ সালের ৭ ডিসেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। তাঁর বাড়ি চাঁদপুর জেলায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। এর আগে, তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘নিয়োগ-পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগ’এর উপসচিব পদে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও