মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

বঙ্গবন্ধু শেখ মুজিব এবং বাংলাদেশ একই সুত্রে গাঁথাঃ মনজুর আলম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় কলেজ, স্কুল ও মাদ্রাসা সমূহের যৌথ আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দিবস এবং ইতিহাসের প্রামান্য দলিল দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।  সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম। তিনি বলেন, বঙ্গবন্ধুর যাদুকরী ভাষণে স্বাধীনতার স্বপ্ন ছিল। সেদিন বঙ্গবন্ধু গণসুর্যের মঞ্চে কাঁপিয়ে কবিতার অমর কবিতাখানি জনসম্মুখে তুলে ধরেন। তিনি বলেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”। সে অমর কবিতাখানি আজ ইতিহাসের প্রামান্য দলিল। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব এবং বাংলাদেশ একই সুত্রে গাঁথা। আলোচনায় আরো অংশ নেন সাবেক অধ্যক্ষ বাদশা আলম, উপাধ্যক্ষ মাহফজুর রহমান চৌধুরী প্রফেসর আবু ছগির, কাজী মাহবুবুর রহমান, লায়লা নাজনিন রব, বিকাশ কুমার মজুমদার, অসীম চক্রবর্তী, প্রধান শিক্ষক মৌসুমী দাসসহ অন্যরা। আলোচনা সভার পূর্বে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।bsrm

 

সর্বশেষ

এই বিভাগের আরও