বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে দুই কিশোর আহত

নিজস্ব প্রতিবেদক

মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠী ও রোহিঙ্গাদের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনায় কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে দুই বাংলাদেশি কিশোর গুলিবিদ্ধ হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়ায় নাফ নদী সংলগ্ন সীমান্তে এ ঘটনা ঘটে।

- Advertisement -shukee

আহতরা হলো হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কানজর পাড়ার মোহাম্মদ তোফায়েলের ছেলে মোহাম্মদ সোহেল (১৩) এবং একই এলাকার মো. ইউনুছের ছেলে ওবায়দুল্লাহ (১৫)।

আহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ওই দুই কিশোর নাফ নদীতে মাছ ধরছিল।

এসময় হঠাৎ মিয়ানমারে দুপক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। একপর্যায়ে সীমান্তের ওপার থেকে ছোড়া গুলি এসে দুই কিশোরের শরীরে লাগে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, সীমান্তে দুই কিশোর গুলিবিদ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে।

পরিস্থিতি বিজিবি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।

এর আগে গত ১১ জানুয়ারি হোয়াইক্যং সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আফনান নামে এক বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও