বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে

 পেকুয়ায় মগভোটিং ও যুব ওরিয়েন্টেশন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

একটি সত্যিকারের গণতান্ত্রিক প্রক্রিয়ায় গড়ে তুলতে হলে সমাজের সকলের এই প্রক্রিয়ায় যুক্ত থাকা প্রয়োজন। কাউকে বাদ দিয়ে এই প্রক্রিয়াটি পুরোপুরি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না।

- Advertisement -

অন্যদিকে যুব সমাজ হলো আগামিতে জাতির কর্ণধার। আগামিতে দেশ ও সমাজ পরিচালনায় তারা দায়িত্ব নিবে। সেকারণে তরুণরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়া বিশেষ করে ভোগাধিকার প্রয়োগে সক্রিয়ভাবে অংশগ্রহণ না করে তাহলে গণতন্ত্র টেকসই হবে না। তাই যুব সমাজকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করা ও দায়িত্বশীল ভোটার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইএফইএস এর সহযোগিতায় আইএসডিই বাংলাদেশ‘র উদ্যোগে পেকুয়া উপজেলার উপকুলীয় রাজাখালী ফয়জুন্নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজে “ভোটার এডুকেশন: যুব অরিয়েন্টেশন ও মগভোটিং” এ বিভিন্ন বক্তাগণ উপরোক্ত মন্তব্য করেন।

- Advertisement -shukee

রাজাখালী ফয়জুন্নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত  অরিয়েন্টশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইএফইএস-এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর রোমানা আমিন অর্চি।

প্রধান অতিথির বক্তব্য রাখছেন আইএফইএস-এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর রোমানা আমিন অর্চি

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন, আইএফইএস-এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার কানিজ ফাতেমা । আলোচনায় অংশ নেন কলেজের প্রভাষক মঈন উদ্দিন, প্রভাষক মো. নুরুল আমিন, আইএসডিই প্রোগ্রাম কো-অর্ডিনেটর জাহাংগীর আলম, মনিটরিং ও লানিং অফিসার সুমপম বডুয়া, কর্মসুচি কর্মকতা মো. কামাল উদ্দিন, শহিদুল ইসলাম, জালাল উদ্দিন প্রমুখ।

বক্তাগণ আরো বলেন, যুবসমাজই একটি দেশের গণতন্ত্রের মূল শক্তি। সচেতন ও দায়িত্বশীল ভোটার তৈরির মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব, এ ক্ষেত্রে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা গণভোট বিষয়ে ব্যাপক সচেতনা সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেন।  সকল নাগরিক যাতে ভোট প্রদান করতে পারে, কেউ যাতে বাদ না পড়ে, সেজন্য সমাজের ব্যাপক জনগোষ্ঠীকে সচেতন করার লক্ষেই এ কর্মসুচীর আয়োজন করা হয়। কর্মসূচির শেষে অংশগ্রহণকারীদের মধ্যে ভোটার এডুকেশন সংক্রান্ত লিফলেট ও তথ্যবহুল উপকরণ বিতরণ করা হয়।

মকভোটিং কর্মসূচি ও যুব অরিয়েন্টেশনে প্রথম ভোটার হিসেবে নাগরিকের দায়িত্ব, ভোটদান প্রক্রিয়া, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব এবং নির্বাচনকালীন ভ্রান্ত তথ্য (মিস ইনফরমেশন) থেকে সচেতন থাকার বিষয়গুলো আলোচনা করা হয়। পাশাপাশি মক ভোটিং প্রদর্শন কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীদের বাস্তব ভোট প্রদানের প্রক্রিয়া হাতে-কলমে অনুশীলনের সুযোগ দেওয়া হয়, যা বিশেষ করে নতুন ও তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। এতে প্রথমবার ভোটারদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং ভোটদানে আগ্রহ তৈরি হয়েছে। যুব অরিয়েন্টেশনে কলেজের ৭০ জনের অধিক শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করেন।

উদ্যোক্তাদের পক্ষ থেকে বলা হয়, ভবিষ্যতেও আইএসডিই দেশের দুর্গম ও সুবিধাবঞ্চিত বিভিন্ন এলাকায় যুবসমাজ, পিছিয়েপড়া সাধারণ জনগণের মাঝে গণতান্ত্রিক প্রক্রিয়া সুসংসহত ও ভোটার সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও