বর্ণাঢ্য আয়োজনে বুধবার (২১ জানুয়ারি) চট্টগ্রামে গ্রামীণ হেলথটেকের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হলো সুখী স্বাস্থ্য সেবা ক্যাম্প। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস. এম. মনিরুজ্জামান, ওএসপি, এনডিসি, এনসিসি, পিএসসি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস. এম. মনিরুজ্জামান ক্যাম্পের উদ্বোধন করেন এবং তার বক্তব্যে বলেন, “এ ধরনের উদ্যোগ সিপিএ কর্মকর্তা কর্মচারীদের কল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং চবক এর বিদ্যমান স্বাস্থ্যসেবার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক অত্যাধুনিক স্বাস্থ্যসেবা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো। ”
উল্লেখ্য ‘সুখী সিপিএ প্যাকেজ’-এর আওতায় সদস্য ও তাঁদের পরিবারের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘সুখী’ দিচ্ছে আনলিমিটেড ইনস্ট্যান্ট ডক্টর কনসালটেশন এবং বিশেষ ছাড়ে অন্যান্য সেবা- যেমন: অনলাইন ফার্মেসি, হোম ল্যাব, কেয়ারগিভার, প্রেগন্যান্সি কেযার, অ্যাম্বুলেন্স ও ব্লাড ব্যাংক সার্ভিস।


চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) ক্রীড়া কমপ্লেক্স চত্বরে আযোজিত এই ক্যাম্পে ছিলো সিপিএ কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। সকাল ১১টা থেকে রাত ৭:৩০টা পর্যন্ত তারা সুখীর স্টলে এসে রেজিস্ট্রেশন, চিকিৎসক পরামর্শ, রক্তচাপ পরিমাপ, উচ্চতা-ওজন পরিমাপ, ডায়াবেটিস পরীক্ষা এবং বিনামূল্যে চিকিৎসা বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করেন। সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।



