শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

মনজুর আলমের সাথে হাসানিয়া কমপ্লেক্স পরিচালনা পরিষদের মতবিনিময়

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম এর সাথে আনোয়ারা উপজেলার পারকিরচর গাউছিয়া হাসানিয়া কমপ্লেক্স পরিচালনা পরিষদের এক মতবিনিময় সভা ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।

পারকিরচর গাউছিয়া হাসানিয়া কমপ্লেক্স পরিচালনা পরিষদের সাথে মতবিনিময় করছেন সাবেক সিটিমেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম

দুপুরে পীরে কামেল আল্লামা আহম্মদ হাসান (র.) মাজার প্রাঙ্গনে অনু্ষ্ঠিত মতবিনিময়ে সভাপতিত্ব করেন আল্লামা আহম্মদ হাসান (র.) বড় শাহজাদা ছালেহ আহম্মদ। মতবিনিময়ে সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম হালিশহর হাফেজ মুনির উদ্দিন (র.) দরবার শরীফের অন্যতম খলিফা চুনুপাড়া মুনির সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ পীরে কামেল আল্লামা আহম্মদ হাসান (র.) মাজার শরীফ নির্মাণে তার আগ্রহের কথা পরিষদকে অবহিত করেন। এ প্রসঙ্গে সাবেক মেয়র বলেন, তিনি হযরত শাহ মোহছেন আউলিয়া (র.) এর মাজার শরীফ পূন:নির্মাণ করে দিয়েছেন। মতবিনিময়ে অত্র কমপ্লেক্স পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ একমত হয়ে আল্লামা আহম্মদ হাসান (র.) মাজার নির্মাণের জন্য পূর্ণ দায়িত্ব ও ক্ষমতা সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমকে অর্পণ করেন। এ সময় গাউছিয়া হাসানিয়া কমপ্লেক্স পরিচালনা পরিষদের হাফেজ নুরুছফা, টিপু চৌধুরী, মাওলানা আবদুল মোমেনসহ পরিষদের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।bsrm

 

সর্বশেষ

এই বিভাগের আরও