মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

মনজুর আলমের আয়োজনে পবিত্র লাইলাতুল বরাত উদযাপন এবং মাজার পরিদর্শন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম প্রতিষ্ঠিত ও পরিচালিত মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা সমূহে পবিত্র লাইলাতুল বরাত ধর্মীয় আয়োজনে পালিত হয়েছে।

বক্তব্য রাখছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম

২৫ ফেব্রুয়ারি বাদ মাগরিব থেকে মোস্তফা হাকিম ভবনে খতমে কোরানে পাক, জিকির আজগার ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাতব্যাপী এই ধর্মীয় আয়োজনে প্রধান মেহমান ছিলেন সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম। তিনি তাঁর বক্তব্যে বলেন, সিয়াম-কিয়ামের মধ্য দিয়ে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও গভীর ভক্তি সহকারে পবিত্র শবেবরাত যুগ যুগ ধরে ধর্মপ্রাণ মুসলিম পালন করে আসছে। তিনি বলেন, এ রাতে আল্লাহ তা’য়ালা প্রথম আসমানে অবতীর্ণ হয়ে তার বান্দাদের আর্জি শ্রবণ করে ব্যবস্থা নেন। এ রাতেই মানবজাতির ভাগ্যলিপি নির্ধারিত হয়। আল্লাহ তা’য়ালা এ রাতে গুনাহ মাফ করে দেন। মনজুর আলম বলেন, আমাদের প্রিয় রাসুল সাবান মাসে বেশি বেশি রোজা পালন করতেন। এ মাসে অন্তত তিনটি রোজা পালন করলে গুনাহ মাফ হতে পারে। তিনি সকলকে রোজার মাসের আগমন প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। পবিত্র শবে বরাত উপলক্ষে সাবেক মেয়র হযরত শাহ মোহছেন আউলিয়া (র.) মাজার জিয়ারত, ফাতেহা পাঠ এবং তাঁরই অর্থায়নে নির্মাণাধীন মাজার কমপ্লেক্স সরেজমিনে দেখেন। এসব ধর্মীয় কর্মকাণ্ডে মসজিদ ও মাদ্রাসাসমূহের খতিব, ইমান, মোয়াজ্জিন ও হাফেজবৃন্দ উপস্থিত ছিলেন।bsrm

সর্বশেষ

এই বিভাগের আরও