রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল প্রাঙ্গনে এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের(ইএনডব্লিউএফ) উদ্যোগে কর্মরত নিন্ম আয়ের ১২৯ জন নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে নিত্যপণ্য বিতরণ করা হয়েছে ।
বৃহস্পতিবার ২০ মার্চ ) বেলা ২টার সময় প্রতিজন কর্মীকে প্রায় এক হাজার টাকা সমমূল্যের নিত্যপণ্য – চাল ৫কেজি, ডাল ১কেজি, চিনি ১কেজি, লবন ১কেজি, আলু ১কেজি, পেয়াজ ১কেজি, তেল ১লিটার, সেমাই তুলে দেন ইএনডব্লিউএফ এর স্বেচ্ছাসেবকরা । নিত্যপণ্যের পাশাপাশি তাদের মাঝে এক লক্ষ নগদ টাকা বিতরণ করা হয় । কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী।
অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এক্স নটরডেমিয়ান্স ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর এরকম মহৎকর্ম অবশ্যই প্রশংসার দাবি রাখে। এরকম ভালো ও মানবিক কাজে উৎসাহ, সমর্থন প্রদানের প্রয়োজনীয়তা থেকে আমি আমার জরুরী কাজ রেখেও অংশগ্রহণ করেছি। তিনি ফাউন্ডেশনকে এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহবান জানান ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বল্প আয়ের এই কর্মীরা বিগত কয়েকমাস যাবত বেতন পাচ্ছিলেন না এবং মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছিলেন । পরিচ্ছন্নতা কর্মীদের পক্ষে নিলুফার ও নিরাপত্তা কর্মীদের পক্ষে আশরাফুল ইসলাম তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরে তাদেরকে সহায়তা প্রদানের জন্য ধন্যবাদ ই এন ডব্লিউ এফ কে ধন্যবাদ জানান। আয়োজকরাও এই ধরনের জনহিতকর কাজ চালিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন এবং সবাইকে এগিয়ে আসার আহবান জানান ।
বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল এর নটরডেমিয়ান অধ্যাপক ডা. তোফিকুর রহমান, সহ পরিচালক ডা. মেজবাহ উদ্দিন আহমেদ, সহ পরিচালক ডা. আবু হেনা মোস্তফা কামাল, ব্লাড ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের প্রধান নটরডেমিয়ান ডা. মোহাম্মদ ওয়াসিম, নটরডেমিয়ান জিয়া করিম, আমাদের সময় পত্রিকার নির্বাহি সম্পাদক নটরডেমিয়ান মাইনুল আলম, ইএনডব্লিউএফ এর পক্ষে ডা. শাকিল আরিফ চৌধুরী, দলিলুর রহমান, আসিফুর রহমান প্রমুখ।