মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

শহীদ বুদ্ধিজীবীরা বাঙ্গালি জাতির ইতিহাসে শ্রেষ্ঠ সন্তানঃ মনজুর আলম

চট্টগ্রাম -১০ নির্বাচনী এলাকার স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেছেন, শহীদ বুদ্ধিজীবীরা বাঙ্গালি জাতির ইতিহাসে শ্রেষ্ঠ সন্তান। তাদের জীবনের বিনিময়ে আমরা অর্জন করেছি প্রিয় স্বাধীনতা। তিনি বলেন, স্বাধীনতাকে অর্থবহ করতে এবং দেশকে উন্নত করতে শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও আত্মপ্রত্যয়কে পাথেয় করতে হবে। তরুণ প্রজন্ম দেশপ্রেমে বলিয়ান হলে আমাদের বুদ্ধিজীবীদের আত্মদান স্বার্থক হবে।

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পমাল্য প্রদান শেষে মোনাজাত করছেন চট্টগ্রাম -১০ নির্বাচনী এলাকার স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উত্তর কাট্টলী মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ মিলনায়তনে অত্র কলেজের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ সব কথা বলেন।  কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচনা করেন অত্র কলেজ উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, সাবেক অধ্যক্ষ বাদশা আলম, প্রফেসর বিকাশ মজুমদার, অসীম চক্রবর্তী, কাজী মাহাবুবুর রহমান, শিক্ষক জাকির হোসেন, উত্তম কুমার চক্রবর্ত্তী, সলিম উল্লাহ সহ অন্যরা। সকালে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম শহিদ মিনার ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করে।bsrm

সর্বশেষ

এই বিভাগের আরও