বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

এসএসসি ফলাফল নিয়ে শিক্ষকদের সাথে বৈঠক করলেন মনজুর আলম

নিজস্ব প্রতিবেদক *

এসএসসি ফলাফল নিয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম প্রতিষ্ঠিত আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট এর মাধ্যমে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফলের ওপর  মতবিনিময় সভায় মিলিত হন।bsrm

রবিবা র(১২ মে) দুপুরে মোস্তফা-হাকিম কলেজ মিলনায়তনে মতবিনিময় সভায় সাবেক মেয়রকে জানানো হয় উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম হাইস্কুলু থেকে ১৬০ জন পরীক্ষায় অংশ নেন। তন্মধ্যে ১৩৭জন উত্তীর্ণ হন। পাশের হার ৮২.১৪। মোস্তফা হাকিম হাইস্কুল কারিগরি শাখা থেকে পরীক্ষার্থী ছিল ২১ জন। উত্তীর্ণ হন ২০ জন। পাশের হার ৯৫.২৪। নতুন মনছুরাবাদ আলহাজ্ব মোস্তফা হাকিম হাইস্কুল থেকে পরীক্ষার্থী ছিল ৭৩ জন। পাশ করেছে ৬৩ জন। এ প্রতিষ্ঠানের পাশের হার ৮৭.৪০। এছাড়া বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠ থেকে ১৫ জন পরীক্ষায় অংশ নিয়ে ১৫ জন উত্তীর্ণ হয়। এ প্রতিষ্ঠানে পাশের হার ১০০ ভাগ। সাবেক মেয়র এ ফলাফলের উপর আলোচনাকালে বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মূল লক্ষ্য হলো শিক্ষা বিস্তার এবং দেশগড়ার কারিগর গড়ে তোলা। তিনি শিক্ষকদের বলেন, শতভাগ পাশের পাশাপাশি গুণগত শিক্ষা এবং নৈতিক শিক্ষা শিক্ষার্থীদের দিতে হবে। তিনি সকলকে আন্তরিকতার সাথে পাঠদানে মনোনিবেশের পরামর্শ দেন।

সর্বশেষ

এই বিভাগের আরও