নিজস্ব প্রতিবেদক *
পবিত্র মাইজভান্ডার দরবার শরীফে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী ও সৈয়দ গোলামুর রহমান কেবলা কাবা এবং সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারীর মাজার জিয়ারত শেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম মাইজভাণ্ডারীর মাজার জিয়ারত শেষে তিনি মাইজভাণ্ডার দরবার শরীফ এলাকায় মাইজভাণ্ডার দরবার শরীফের ভক্ত আশেকান রোজাদার ৫ শতাধিক নারী পুরুষ ও শিশুদের মাঝে ঈদবস্ত্র শাড়ি, ত্রিপিস, লুঙ্গি, শার্ট, তৈরি খাবার বিতরণ করেন। এ সময় ভক্ত ও আশেকানদের উদ্দেশ্যে তিনি বলেন, আল্লাহর অলি ও মাইজভান্ডার তরিকার যারা ভক্ত ও আশেকান তাদের সাথে আমার পিতা, আমি এবং আমার পরিবারের নিবিড় সম্পর্ক বিদ্যমান। দুনিয়াবি স্বার্থ পরিহার করে যারা মাইজভাণ্ডার দরবারে দিন-রাত যাপন করে জিকির করে তাদের আত্মার সাথে আল্লাহর অলিদের যোগসূত্র খুঁজে পাওয়া যায়। আধ্যাত্মিক জগতে যারা বিচরণ করেন তাদের দুনিয়াবী কোন লোভ-লালসা থাকে না।
পরে মেয়র দরবারে মুসাবিয়া গমন করে জেয়ারত শেষে ঈদবস্ত্র ও তৈরি খাবার বিতরণ করেন। এ সময় সাবেক মেয়রের সুযোগ্য পুত্র সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম, মাওলানা সৈয়দ ইউনুস রজভী, সাবেক অধ্যক্ষ বাদশা আলম, আবু জাফর, সাইফুল আলম ও নাতি সোয়াম আব্দুল্লাহ মনজুর আলম সহ অন্যরা ছিলেন।