নিজস্ব প্রতিবেদক *
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টটরেট (ইডি)। বৃহস্পতিবার রাতে দিল্লিতে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে তাঁর মোবাইল জব্দ করে জিজ্ঞাসাবাদ করেন ইডির কর্মকর্তারা। ঘণ্টা দুয়েক পরে কেজরিওয়ালকে গ্রেপ্তারের কথা জানান তারা।
দিল্লি হাইকোর্ট আজ আবগারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার থেকে সুরক্ষা দিতে অস্বীকার করার কয়েক ঘণ্টা পরে ইডির একটি দল তাঁর বাসভবনে ঢোকে। সেখানে অর্থ পাচার (মানি লন্ডারিং) প্রতিরোধ আইনে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ইডির কর্মকর্তারা।
এনডিটিভি বলেছে, ইডি দলে ১২ কর্মকর্তা রয়েছেন। তাঁদের কাছে কেজরিওয়ালের বাসভবনে তল্লাশির হুকুম (সার্চ ওয়ারেন্ট) রয়েছে। তাঁরা আম আদমি পার্টির প্রধান ও তাঁর পরিবারের সদস্যদের মুঠোফোন জব্দ করেছেন। বাসভবনের অভ্যন্তরে কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদও করছেন ইডি কর্মকর্তারা।
বাসভবনের বাইরে দিল্লি পুলিশ, র্যাপিড অ্যাকশন ফোর্সের সদস্যের পাশাপাশি সিআরপিএফের সদস্য মোতায়েন করা হয়েছে। বাড়িতে বাইরের কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।
দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেন, পুলিশ যেভাবে দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে গেছে এবং কাউকে ঢুকতে দিচ্ছে না, তাতে মনে হচ্ছে, সেখানে বড় ধরনের অভিযান চালাচ্ছে।