নিজস্ব প্রতিবেদক *
রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার এলাকার বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আড়াই ঘণ্টা ধরে লাগাতার কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। রাত ৮টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার খবর দেয় সংস্থাটি।
রাজ কমপ্লেক্সে নামের ওই ভবনের দোতলায় আগুন লাগে। ভবনের ছাদে আশ্রয় নেয়া ৪জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
দোতলায় কার্পেটের গুদামে আগুন লেগেছে বলে জানা গেছে। সেখানে কোনো জানালা না থাকায় দেয়াল ভাঙতে হয়েছে।
ভবনটির মালিকানা নিয়ে কয়েকটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। একটি পক্ষের ধারণা শত্রুতার বশবর্তী হয়ে আগুন লাগানো হতে পারে। যদি অন্য পক্ষগুলোর বক্তব্য পাওয়া যায়নি। কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে ফায়ার সার্ভিসও এখন কিছু বলেনি।
ফায়ার সার্ভিসের কাজ করার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাথে যোগ দেয় বাংলাদেশ নৌবাহিনী।