গেল শুক্রবা (র ২৩ জানুয়ারি) বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে রোটারির (ডি ৬৪ ও
৬৫) বার্ষিক অধিবেশন ২০২৬ প্রোগ্রাম চেয়ারম্যান পিপি রোটারিয়ান মোহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। রাজধানীর শেরে বাংলানগরের আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী আয়োজিত এই অধিবেশন সারা দেশের রোটারিয়ানদের এক মহামিলনমেলায় পরিণত হয়। নির্ধারিত সিডিউল অনুযায়ী সম্মেলনের সকল কার্যক্রম নির্ধারিত সময়ে শুরু ও শেষ হয়।
নৃত্য,জাতীয় সংগীত পরিবেশন ,কোরআন তেলওয়াত ও রোটারি প্রত্যয় পাঠের মাধ্যমে শুরু হওয়া অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর (ডি৬৪) পিডিজি এ কে এম শামসুল হুদা। কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর (ডি৬৫) পিডিজি কর্নেল আতাউর রহমান পীর। স্বাগত ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন পিডিজি আশিষ ঘোষ ও প্রধান উপদেষ্টা (ডি৬৪) পিডিজি মাগফুর উদ্দিন আহমেদ। দিনের উদ্দেশ্য নিয়ে বলেন, কান্ট্রি কো-অডিনেটর (ডি৬৪-৬৫) পিডিজি ড. ইশতিয়াক জামান।


অধিবেশনের দ্বিতীয় পর্যায়ে রোটারির পোলিও ফান্ডে ১মিলিয়ন ডলার প্রদানের বিষয়টি বেশ জমজমাটভাবে উদযাপিত হয়। পোলিও ফান্ডে যারা অনুদান দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
অধিবেশনের তৃতীয় পর্যায়ে সূচনা বক্তব্য রাখেন রিপসার পিডিজি আশিষ ঘোষ। এছাড়া বক্তব্য রাখেন পিডিজি ইশতিয়াক জামান, পিডিজি দাতা মাগফুর উদ্দিন আহমেদ,রোটারিয়ান মাহমুদুল হাসান,রোটারিয়ানি কামরুজ্জামান চৌধুরী রুমন, পিপি রোটারিয়ান মুনিরুজ্জামান, রোটারিয়ান সুস্মিতা খান, রোটারিয়ান লুবনা আফরোজ,রোটারিয়ান ফাহিম আহমেদ চৌধুরী ও রোটারিয়ান আসাদুজ্জামান সাঈম।এছাড়া বক্তব্য রাখেন পিডিজি ইঞ্জিনিয়ার আবদুল আহাদ, পিডিজি দিল নাশেন মহসিন।

অধিবেশনের শেষ পর্যায়ে মডারেটর ইভেন্ট সেক্রেটারি পিপি রোটারিয়ান মোহাম্মদ মিনহাজ উদ্দিন আহমেদ নাহিয়ান অনুষ্ঠান সম্পর্কে অংশগ্রহকারীদের মন্তব্য নেন। সমাপনী মন্তব্য করেন পিপি রোটারিয়ান কামরুজ্জামান চৌধুরী রুমন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্লাবের সভাপতি ও প্রতিনিধিদের অংশগ্রহণে গত ছয়মাসের ক্লাব কার্যক্রমের ওপর ভিত্তি করে বিভিন্ন কৃতিত্বপূর্ণ অবদানের জন্য অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়-যা উপস্থিত রোটারিয়ানদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। সকাল থেকে শেষ পর্যন্ত পুরো সম্মেলন জুড়ে ছিল আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশ। অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আয়োজকেরা নিশ্চিত করেন, যেন দিনশেষে সবাই নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরতে পারেন-এটিও ছিল এই আয়োজনের অন্যতম প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। সম্মেলনে অংশগ্রহণকারীদের জন্য সকালের নাস্তা, দুপুরের খাবার ও সন্ধ্যার নাস্তার ব্যবস্থা ছিল মানসম্মত ও আকর্ষণীয়- যা উপস্থিত সকলের কাছে ব্যাপক প্রশংসিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন বক্তা এই আয়োজনের চেয়ারম্যান মোহাম্মদ আবু তৈয়ব, রোটারির কান্ট্রি কো–অর্ডিনেটর পিডিজি ড. ইশতিয়াক জামান এবং প্রোগ্রাম সেক্রেটারি মোহাম্মদ মিনহাজ উদ্দিন আহমেদ নাহিয়ান এর ভূয়সী প্রশংসা করেন। বক্তারা বলেন,ভবিষ্যতে এ ধরনের যৌথ ও বর্ণাঢ্য আয়োজন আরও বেশি করে করা হলে রোটারিয়ানদের মধ্যে ফেলোশিপ, ঐক্য ও পারস্পরিক মেলবন্ধন আরও সুদৃঢ় হবে। সফল আয়োজনের মধ্য দিয়ে শেষ হওয়া এই যৌথ অ্যানুয়াল কনফারেন্স রোটারিয়ানদের মাঝে নতুন উদ্দীপনা, অনুপ্রেরণা ও ভবিষ্যৎ কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



