সীতাকুণ্ডকে ঢেলে সাজাতে আমার সর্বাত্মক চেষ্টা থাকবে,আমি মনের মতো করে সাজাতে চাই সীতাকুণ্ডকে। বড় বড় প্রজেক্ট দরকার হলেও প্রান্তিক লেভেলে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নযজ্ঞ সাধন করা গেলে দেশের কোনো এলাকা বঞ্চিত বা অবহেলিত থাকবেনা। আমাদের লক্ষ্য হচ্ছে সকল এলাকার প্রয়োজনমতো উন্নয়ন ত্বরান্বিত করা। বাড়বকুণ্ড একটি সম্ভাবনাময় এলাকা। এখানে কৃষির সাথে শিল্পের সমন্বয় ঘটানো গেলে পুরো সীতাকুণ্ডের চেহারাই আমুল বদলে যাবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড নির্বাচনী গণসংযোগকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আসলাম চৌধুরী বলেন, উন্নয়নের পাশাপাশি সুশাসনও একটা বড় ফ্যাক্টর। সুশাসন নিশ্চিত করা না গেলে উন্নয়ন কর্মকাণ্ড ব্যর্থতায় পরিণত হবে। তাই সমন্বিত উদ্যোগের মাধ্যমে উন্নয়ন এবং সুশাসন দুটোর মেলবন্ধন প্রয়োজন। আগামীতে বিএনপি দেশ সেবার সুযোগ পেলে দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়া হবে ইনশাল্লাহ।
বাড়বকুণ্ড ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বদিউল আলম বদরুলের সভাপতিত্বে ও সদস্য সচিব আওরঙ্গজেব মোস্তাফার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা কমল কদর, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক গাজী মো. সুজাউদ্দিন, উপজেলা সদস্য সচিব মোহাম্মদ মোরছালিন, জহুরুল আলম জহুর, আবুল কালাম আজাদ, মো. রাসেল,মাস্টার মোবারক আলী, সরোয়ার কামাল, আবু তাহের, কাজী মো. ইসহাক, হারুন ভূঁইয়া,সুজায়েত আলী চৌধুরী,মো. শাহজাহান, মো. ইউনুস, মো. ইলিয়াছ,যুবদল নেতা ফজলুল করিম, সাহাবউদ্দিন রাজু, লোকমান হোসেন রকি, সাইফুল ইসলাম, একরামুল হক, আকবর হোসেন, মোবারক আলী মাস্টার, মোহাম্মদ ইলিয়াছ, কাজী মো. সেলিম উদ্দিন, মো. আরিফ প্রমুখ।



