বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

বাঘাইছড়িতে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো’র স্মরণে তাঁতীদলের দোয়া মাহফিল

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকো’র স্মরণে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (৬ জানুয়ারি) বাদ আছর বাঘাইছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর তাঁতীদলের উদ্যোগে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। শোকাবহ ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

- Advertisement -shukee

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে খতমে কোরআন সম্পন্ন করা হয়। পরে বাদ মাগরিব মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রহমতুল্লাহ খাজা এবং জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দীন বাহারী।

এছাড়াও উপস্থিত ছিলেন তাঁতীদলের সভাপতি রনল বিকাশ চাকমা, সাধারণ সম্পাদক মো. আলী আকবর, পৌর তাঁতীদলের সভাপতি মো. খিজির আহাম্মদ, সাধারণ সম্পাদক মো. সবুজসহ বিএনপি, তাঁতীদলের ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সর্বশেষ

এই বিভাগের আরও