শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

খেলাঘর চট্টগ্রাম মহানগরের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক *

bsrm

জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘খেলাঘর’ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর আয়োজিত প্রতিনিধি সভা গত ২৩ ফেব্রুয়ারি বিকালে নগরীর এনায়েত বাজার মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খেলাঘর চট্টগ্রাম  মহানগর কমিটির সহ-সভাপতি গোপাল কৃষ্ণ লালা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বসু’র সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ডা. আবু সাঈদ, প্রকৌশলী রথীন সেন, কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য শিশির চক্রবর্তী।

আসর প্রতিনিধির পক্ষ থেকে বক্তব্য রাখেন স্বর্ণালী খেলাঘরের সভাপতি এ্যাডভোকেট আনোয়ার হোসেন আজাদ, ঝিনুককুঁড়ি খেলাঘরের সভাপতি বিপ্লব মল্লিক, ঊষার আলো আসরের সভাপতি অধ্যাপক জোবেদা খানম, পদ্মকুঁড়ি আসরের সহ-সভাপতি সুচিত্রা গুহ টুম্পা, বৈশাখী আসরের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, কপোতমালা আসরের সাধারণ সম্পাদক জুলফিকার আলী মুন্না, জুঁই খেলাঘরের সাধারণ সম্পাদক লিটন শীল, বালুকাবেলা আসরের সাধারণ সম্পাদক ডা. সুমন তালুকদার, জলসিঁড়ি আসরের আহবায়ক দীপঙ্কর রুদ্র, নীলাম্বরী আসরের সাধারণ সম্পাদক রবিশংকর সেন নিশান।

সভায় বক্তারা বলেন, বাঙালি সংস্কৃতির ধারক ও বাহকের প্রোজ্জ্বল উওরাধিকার ‘খেলাঘর। ’৫২এর ভাষা আন্দোলনের চেতনায় উজ্জ্বীবিত হয়ে জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘খেলাঘর’র অগ্রযাত্রা সূচিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এদেশের শিশু-কিশোরদের ‘সুস্থ সুন্দর ও আনন্দময় শৈশব’ গঠনের লক্ষ্যে খেলাঘর অতিক্রম করেছে গৌরবের ৭২বছর। খেলাঘরের মূল লক্ষ্য একটি অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক ও মানবিকবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলা। খেলাঘর শিশু-কিশোরদের সুস্থ দেহ ও মন গঠন, সাহিত্য-সংস্কৃতি, বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির চর্চা এবং সৃজনশীল কাজের মধ্য দিয়ে প্রতিভার বিকাশ এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও শিক্ষার প্রসারে কাজ করে। খেলাঘরের এ সুদীর্ঘ পথ পরিক্রমায় শিশু-কিশোরদের সুযোগ্য ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার জন্য সারাদেশে বিপুল সংখ্যক সংগঠক ও কর্মী নিরলস পরিশ্রম করে যাচ্ছে। প্রতিনিধি সভায় মহানগরের আওতাধীন বিভিন্ন শাখা আসরের কর্মী-সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন।ads din

উল্লেখ্য, আগামী ৯ মার্চ শনিবার বিকেল ৩টায় থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে Centre for Research & Information (CRI) এর পক্ষ থেকে শিশু-কিশোর আন্দোলনে ভূমিকা রাখার জন্য ‘খেলাঘর’কে জয় বাংলা Youth Award-2023 প্রদান করায় খেলাঘর চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আনন্দ র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার  জন্য খেলাঘর চট্টগ্রাম মহানগর এর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও