নিজস্ব প্রতিবেদক *
পাঁচশ শীতার্তের হাতে শীতবস্ত্র তুলে দিলেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
সোমবার (২২ জানুয়ারি) ৮নম্বর শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলমের উদ্যোগে শুলকবহর ওয়ার্ডের বাদুরতলা এ কে কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় মেয়র সমাজের বিত্তবানদের দরিদ্র জনগণের সহায়তায় এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, প্রতি বছরই তীব্র শীতে অনেক মানুষ প্রাণ হারান, অসুস্থ হয়ে পড়েন। সমাজের বিত্তবান শ্রেণি এগিয়ে আসলে শীতার্ত মানুষদের প্রাণ রক্ষা সম্ভব। অনুষ্ঠানে কাউন্সিলর আতাউল্লা চৌধুরী, শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, শাহাজান সুফি, আক্তার ফারুক, কফিল উদ্দিন খোকন, তৌহিদুল আনোয়ার সেন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।