বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

যমুনা অয়েল কোম্পানির বার্ষিক সাধারণ সভা

নিজস্ব প্রতিবেদক

যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ৪৯তম বার্ষিক সাধারণ সভা গত মঙ্গলবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ।bsrm

উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালক কওছার জহুরা, মো. সামসুল আলম ভূঁইয়া, ড.নূরুন্নাহার চৌধুরী, কবীর মাহমুদ, প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, সালেহ আহমেদ খসরু, মুস্তফা কুদরুত–ই–ইলাহী ও মো. মাসুদুল ইসলাম।

গত ৩০ জুন ২০২৪ সমাপ্ত হিসাব বছরের কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী ও পরিচালকমন্ডলীর প্রতিবেদনের উপর সাধারণ শেয়ারহোল্ডারগণ অনলাইনে মতামত প্রকাশ করেন এবং কোম্পানির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। কোম্পানির সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এম এ আকমল হোসেন আজাদ স্বাগত ও সমাপনী বক্তব্য প্রদান করেন এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা কুদরুত–ই–ইলাহী কোম্পানির কর্মপরিকল্পনার উপর বক্তব্য ও শেয়ারহোল্ডারগণের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। সভায় ২০২৩–২০২৪ অর্থবছরের জন্য ১৫০ শতাংশ হারে নগদ লভ্যাংশ ঘোষণা, নিরীক্ষিত আর্থিক বিবরণী ও অন্যান্য আলোচ্যসূচী (এজেন্ডা) অনুমোদন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

ads din

সর্বশেষ

এই বিভাগের আরও